Advertisement
Advertisement

চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম

দক্ষিণ চিন সাগর নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে...

Vietnam moves new rocket launchers into disputed South China Sea
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 4:04 pm
  • Updated:August 10, 2016 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কটি দক্ষিণ চিন সাগরের একাধিক দ্বীপে নিজেদের সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল, ওই সমরাস্ত্রের মধ্যে রয়েছে কয়েকটি অত্যাধুনিক মোবাইল রকেট লঞ্চার৷ যেগুলি থেকে চিনের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো যাবে৷ গুঁড়িয়ে দেওয়া যাবে বেজিংয়ের সেনাঘাঁটি৷

মার্কিন কূটনীতিবিদ ও সেনা সূত্রে খবর, দক্ষিণ চিন সাগরের অন্তত পাঁচটি দ্বীপে গত কয়েক মাস ধরে অস্ত্র ও সেনা মোতায়েন করছে হ্যানয়৷ যার ফলে বেজিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে৷ লঞ্চারগুলি এমনভাবে মোতায়েন করা হয়েছে যা এরিয়াল সার্ভেলেন্স সিস্টেমে ধরা পড়বে না৷ এখনও লঞ্চারগুলি ‘আর্মড’ করা না হলেও মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সেগুলি থেকে গোলাবারুদ ছোঁড়া যাবে, এমনভাবে প্রস্তুত রাখা হয়েছে৷ যদিও ভিয়েতনাম সরকার মার্কিন গোয়েন্দাদের এই তথ্য স্বীকার করেনি৷ ভিয়েতনামের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী মুখে বলেছেন, হ্যানয় এরকম কোনও পদক্ষেপ করেনি৷

Advertisement

যদিও সমর বিশেষজ্ঞরা বলছেন, আজ না হলে কাল ভিয়েতনাম এমনটা করতই৷ সম্প্রতি দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংয়ের ‘অতি-সক্রিয়তা’ হ্যানয় মোটেও ভালভাবে নেয়নি৷ মিলিটারি অ্যানালিস্টরা এও বলছেন, এখন দুনিয়া জুড়ে চিন বিরোধী শক্তিরা একজোট হতে শুরু করায় ভরসা পেয়েছে ভিয়েতনাম৷  আর তাই চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মোতায়েন করতে শুরু করেছে তারা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement