সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম আগেই ছিল৷ কিন্তু বেশিরভাগ জায়গাতেই মানা হত না৷ বিশেষ করে মাল্টিপ্লেক্স, দামী রেস্তোরাঁগুলিতে৷ কিন্তু এবার দিন পাল্টাতে চলেছে৷ এবার থেকে নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল কিংবা নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে বিক্রেতাকে৷ আর এই জরিমানা শুধুমাত্র প্রথমবার অপরাধ করলেই৷ দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দিতে হবে কিংবা এক বছরের জেল৷ পরিস্থিতি বিশেষে জরিমানা ও জেল দুই-ই হতে পারে অপরাধীর৷
শনিবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানান, এবার থেকে এই নিয়ম কড়া ভাবে কার্যকর করা হবে৷ দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স– কোথাও নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল অথবা নরম পানীয় বিক্রি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ অভিযোগ জানানোরও আরও অনেক নতুন নতুন প্রক্রিয়ারও প্রবর্তন করা হবে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন রামবিলাস পাসওয়ান৷ ক্রেতাদেরও এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.