Advertisement
Advertisement

আরবিআই-এর মসনদে রঘুরামের উত্তরসূরি উর্জিত

একসময়ের ডেপুটিই এবার উত্তরসূরি৷

Urjit Patel will be the successor of Raghuram Rajan As RBI Governor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 7:58 pm
  • Updated:August 20, 2016 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী গভর্নরের নাম৷ রঘুরাম রাজনের পর আরবিআই-এর মসনদে বসবেন উর্জিত প্যাটেল৷ শনিবার এই কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে৷

রঘুরাম রাজন রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাঁর উত্তরসূরি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে৷ উঠে এসেছিল বেশ কয়েকটি নাম৷ তালিকায় ছিল আরবিআই-এর প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকার্ন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের মতো নামও৷ তবে, এ যাত্রায় রঘুরামের ডেপুটির উপরই ভরসা রাখছে সরকার৷

Advertisement

৫২ বছরের উর্জিত বর্তমানে রঘুরামের চার ডেপুটিদের মধ্যে একজন৷ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন৷ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন৷ ২০১৩ থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি বিভাগ সামলাচ্ছেন৷ তাই কাজের নিরিখে তাঁকেই রঘুরামের উত্তরসূরি হিসেবে বাছা হয়েছে বলে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement