Advertisement
Advertisement

মোবাইল চুরির খোঁটা, স্ত্রীকে ‘তিন তালাক’ মদ্যপ স্বামীর

‘তিন তালাক’-এর বৈধতার চক্করে ভুক্তভোগী উত্তরপ্রদেশের শবনম বি (৩৫)।

UP man gives Triple Talaq to wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 12:47 pm
  • Updated:October 13, 2016 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল চুরি করার জন্য স্বামীকে খোঁটা দিয়েছিলেন। এই ছিল তাঁর অপরাধ। এই অপরাধেই স্ত্রীকে ‘তিন তালাক’ দিল মদ্যপ স্বামী। উত্তরপ্রদেশের হাফিজগঞ্জে ঘটেছে এই ঘটনা৷

স্বামী আজাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনেরও অভিযোগ এনেছেন শবনম বি (৩৫)। অভিযুক্ত স্বামী আজাদ পেশায় রিকশা চালক। শবনমের কথায়, রবিবার জামিল আহমেদ নামে স্থানীয় এক দোকানদার আজাদের বিরুদ্ধে থানায় মোবাইল চুরির অভিযোগ দায়ের করেন। বাড়িতে এসেও শাসিয়ে যান তিনি। এর পরিপ্রেক্ষিতেই শবনম কথা শোনান স্বামীকে। অভিযোগ, এরপরই মদ্যপ অবস্থায় বাড়ি এসে স্ত্রীকে মারধর করতে থাকে আজাদ। ছেলে-মেয়েরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করে এবং স্ত্রীকে ‘তিন তালাক’-এর ফরমান শুনিয়ে দেয়।

Advertisement

শবনমের অভিযোগ, ছেলে-মেয়ে সমেত তাঁকে ঘর থেকেও বের করে দেয় আজাদ এবং ধারাল অস্ত্র নিয়ে দরজার কাছে বসে হুমকি দিতে থাকে, ঘরে ঢোকার চেষ্টা করলেই খুন করে দেবে। উপায়ন্তর না দেখে পুলিশের স্মরণাপন্ন হন মহিলা। ঘরোয়া হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আজাদকে। কিন্তু ‘তিন তালাক’-এর ব্যাপারে তাঁদের কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছে পুলিশ। স্থানীয় ধর্ম যাজকদের কাছেও গিয়েছিলেন শবনম, তাঁদের কথায় মদ্যপ অবস্থায় দেওয়া ‘তালাক’ যদি সকালেও আজাদের মনে থাকে তাহলে তা বিচ্ছেদ হিসেবেই ধরা হবে। পরদিন সকালেও নিজের ‘তালাক’-এর সিদ্ধান্তে অটল ছিল আজাদ।

‘তিন তালাক’-এর বিরুদ্ধে এখনও সুপ্রিম কোর্টে লড়ে চলেছে কেন্দ্র সরকার। তবে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই প্রথা বহাল রাখার পক্ষে এখনও সওয়াল করে চলেছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড৷ এদিকে এই তরজার জেরে শবনমের মতো মহিলাদের ভুক্তভোগী হতে হচ্ছে বলে মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement