Advertisement
Advertisement

মোদির মন্ত্রিসভায় ঢুকছেন আলুওয়ালিয়া!

গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের কাজে মোদি বা শাহ কেউই সন্তুষ্ট নন৷ তাঁকে রাজ্যপাল করে অন্য কোনও রাজ্যে পাঠানো হতে পারে৷

Union Cabinet reshuffle to have UP tilt, 12 new faces likely
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 4:36 pm
  • Updated:July 4, 2016 4:48 pm  

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল করতে চলেছেন৷ আগামী সপ্তাহে আফ্রিকা সফরে যাবেন তিনি৷ তার আগেই, রদবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এই নিয়ে দ্বিতীয়বার ক্যাবিনেটে রদবদল আনতে চলেছেন প্রধানমন্ত্রী৷ এ রাজ্য থেকে দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া মন্ত্রিত্ব পেতে পারেন বলে পিটিআই সূত্রে খবর৷ আলুওয়ালিয়া, অনুপ্রিয়া প্যাটেল-সহ এক ডজন বিজেপি নেতা-নেত্রী আজ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন৷

উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ, সত্যপাল সিং, সাধ্বী সাবিত্রীবাঈ ফুলে, অনুপ্রিয়া প্যাটেলের মতো নাম মোদি মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রীর পদ পেতে পারেন৷ নির্বাচনমুখী রাজ্য পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য আনার পূর্ণ সম্ভাবনা রয়েছে৷ উত্তরাখণ্ড থেকে ভগত্‍ সিং কোশিয়ারি, অজয় টামটারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন৷ সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী হিসাবে চলে যাওয়ার পরে অসম থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও প্রতিনিধি নেই৷ অসম থেকে বিজেপির দীর্ঘদিনের নেতা রমেন ডেকা ও রামেশ্বর তেলি মন্ত্রী হতে পারেন৷ ক্রীড়ামন্ত্রী হিসাবে পাঞ্জাব থেকে নভজ্যোত সিং সিধুকে আনার সম্ভাবনা রয়েছে৷ রাজস্থান ও ছত্তিশগড় থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য বাড়তে পারে৷ সবমিলিয়ে নতুন ৯ মুখ দেখা যেতে মোদি মন্ত্রীসভায়৷

Advertisement

রদবদল হলেও অর্থ, বিদেশ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্রতে যে কোনও বড়সড় রদবদলের সম্ভাবনা নেই তা নিশ্চিত৷ কয়েকজন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) রাষ্ট্রমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে৷ এই তালিকায় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রয়েছেন৷ সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি ও স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুকেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷

মন্ত্রিসভার রদবদলের সঙ্গেই মোদি সরকার বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল বদল করতে চলেছে বলেও শোনা যাচ্ছে৷ মন্ত্রিসভা থেকে সরিয়ে কয়েকজনকে রাজ্যপাল করা যেতে পারে৷ প্রধানমন্ত্রী মোদি ৭৫ বছর বয়সের বেশি কাউকে মন্ত্রিসভায় রাখতে চান না৷ সেই হিসেবে নাজমা হেপতুল্লা ও কলরাজ মিশ্রকে সরানোর কথা৷ নাজমাকে সরালেও অবশ্য মিশ্রকে এখনই মন্ত্রিসভা থেকে সরানোর ঝুঁকি বিজেপি নেবে না বলেই মনে করা হচ্ছে৷ কারণ উত্তরপ্রদেশের এই ব্রাহ্মণ নেতাকে মন্ত্রিত্ব থেকে সরানো হলে রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্রাহ্মণদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে৷ অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের কাজে মোদি বা শাহ কেউই সন্তুষ্ট নন৷ তাঁকেও রাজ্যপাল করে অন্য কোনও রাজ্যে পাঠানো হতে পারে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement