সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে যে কোনও সরকারি স্কলারশিপ বা সুবিধা পেতে গেলে প্রয়োজন আধার কার্ড৷ আর এ জন্য ছাত্র-ছাত্রীদের পরিচয় সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের নির্দেশিকা পাঠাল ইউজিসি৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই পাঠান হল এই নির্দেশিকা৷
গতবছর অক্টোবর মাসে স্কলারশিপের ক্ষেত্রে আধারকার্ড বাধ্যতামূলক করার বিপক্ষে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ জানানো হয়, এলপিজি ডিস্ট্রিবিউশন, রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি স্কিমের মতো মোট ছ’টি সরকারি খাতে আধার বাধ্যতামূলক৷ সরকারি স্কলারশিপ বা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার বিষয়টিকে আধারের আওতার বাইরেই রাখা হয়৷ কিন্তু সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো ইউজিসি-র নির্দেশিকায় স্কলারশিপের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক বলেই বলা হয়েছে৷ ছাত্র-ছাত্রীদের যে কোনও সরকারি সুযোগ পাওয়ার ক্ষেত্রে ২০১৬-১৭ আর্থিক বর্ষ থেকেই এই নির্দেশ লাগু হবেও বলে জানানো হয়েছে৷
এর আগে ১০০ দিনের কাজেও আধারকার্ড বাধ্যতামূলক করার ভাবনা ছিল কেন্দ্রর৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর তীব্র বিরোধিতা করে৷ আপাতত তা আর বাধ্যতামূলক নয়৷ এরপর শিক্ষাক্ষেত্রেও একই হস্তক্ষেপ হতে চলেছে৷ যদিও এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এখনও এ ব্যাপারে কোনও নির্দেশিকা তিনি পাননি৷ দেশের সমস্ত নাগরিকদের ক্ষেত্রে এখনও আধার কার্ড তৈরির কাজ সম্পূর্ণ হয়নি৷ তাই এখনই যদি এ কার্ড বাধ্যতামূলক হয়, তবে বঞ্চিত হতে পারে বহু ছাত্র-ছাত্রী৷ তবে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এই নির্দেশিকা পাঠাল ইউজিসি তা নিয়ে প্রশ্ন উঠছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.