সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনা মানেই মুসলিম বিরোধিতা৷ মানুষের মনে গেঁথে থাকা এই ধারণা থেকে এবার যেন বেরতে চেষ্টা করলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ জানালেন, সব মুসলিমরা যে দেশের বিরোধী এমনটা নয়৷ কিন্তু দেশে বাস করে পাকিস্তানকে যাঁরা সমর্থন করেন, তাঁদের প্রতি শিব সেনার বিরোধিতা জারি থাকবে৷
মঙ্গলবার দশমী উপলক্ষে এক বক্তৃতায় এমনটাই জানালেন উদ্ধব৷ সেই সঙ্গে বিজেপিকেও একহাত নিলেন তিনি৷ জানালেন, বিজেপি চাইলে শিব সেনার সঙ্গ ত্যাগ করতে পারে৷ তারপর নির্বাচনে শিব সেনা বিজেপিকে দেখিয়ে দেবে সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে৷ নিজেকে বাঘের বাচ্চা বলে ঘোষণা করে উদ্ধবের হুমকি, যা বলার বিজেপি যেন সামনে এসে বলে, সামনে থেকে লড়াই করে৷ দীর্ঘকাল তাদের থেকে সুবিধা নিয়ে এখন পিছন থেকে ছুরি মারার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তোলেন শিব সেনা প্রধান৷
যদিও সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে আবারও শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ যাঁরা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের প্রায় তুলোধোনা করে তাঁর বক্তব্য, এঁদের দেশদ্রোহী তকমা দেওয়া উচিত৷ রাহুল গান্ধীকেও এই প্রসঙ্গে একহাত নেন তিনি৷ শিব সেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার আপত্তিতেই দেশে পাক শিল্পীদের কাজ করা নিষিদ্ধ হয়েছে৷ শিব সেনার আপত্তিতে রামলীলা থেকে বাদ পড়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও৷ তবে সামগ্রিকভাবে মুসলিম বিরোধিতা যে তাঁদের লক্ষ্য নয়, বরং পাকিস্তান বিরোধিতা ও দেশরক্ষাই আসল লক্ষ্য, এদিন সে কথা জোর দিয়ে তুলে ধরেন শিব সেনা প্রধান৷
We don’t say that all Muslims are against us but those who live here but favour Pakistan, we are against them: Uddhav Thackeray pic.twitter.com/p7wcgVQmaD
— ANI (@ANI_news) October 11, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.