সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও আতঙ্ক উবেরে৷ যাত্রীকে অপহরণ এবং খুনের হুমকি দিল উবের চালক, এমনটাই অভিযোগ সল্টলেকের বাসিন্দা মধুজার (নাম পরিবর্তিত)৷ ২৭ বছরের মধুজাকে উবের চালক অপহরণ করে ধর্ষণ এবং গাড়ির তলায় পিষে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ৷
গত সোমবার রাতে মাধুজা এবং তাঁর বন্ধু সল্টলেক থেকে উবের বুক করেন৷ ফেরার পথে তাঁর বন্ধু অরণ্য ভবনের কাছে নেমে গেলেই বিপত্তি বাধে৷ মধুজার দাবি, উবের চালক হঠাৎই খুব জোরে গাড়ি চালাতে শুরু করে৷ আচমকা চালকের এমন মতিগতিতে মধুজা আতঙ্কিত হয়ে পড়েন এবং চালককে ঠিকভাবে গাড়ি চালাতে বলেন৷ কিন্তু মধুজার কথা শুনে চালক খুবই চটে যায় এবং তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেয় বলে মধুজার অভিযোগ৷
এরপর সল্টলেক এফডি ব্লকের কাছে আবারও সেই চালক নিজের ইচ্ছায় গাড়ি নিয়ে গলির মধ্যে ঢুকে গেলে মধুজা তাকে সোজা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করেন৷ কিন্তু এই অনুরোধে বিশেষ ফল হয়নি৷ বরং হয়েছে উল্টোটাই৷ একটা গলির ভিতর গাড়ি ঢুকিয়ে চালক বেশ হিংস্র হয়েই নাকি মধুজাকে বলে, “একদম চুপ! তোকে কিডন্যাপ করে রেপ করে দেব!”
চালকের এই হুমকিতে ভয় পেয়ে মধুজা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন৷ কিন্তু রাস্তা ফাঁকা হওয়ার জন্য মধুজা কারও সাহায্যই পাননি৷ অগত্যা প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েন তিনি৷ কিন্তু গাড়ি থেকে নেমে যেই মধুজা ছুটতে শুরু করেছেন, গাড়ি নিয়ে ধাওয়া করে সেই চালক৷ তার দিক থেকে আবারও হুমকি আসে, “তোকে গাড়ির নিচে পিষে ফেলব৷”
ফুটপাথে উঠে কোনওরকমে প্রাণ বাঁচে মধুজার৷ এরপর মঙ্গলবার বিধাননগর থানায় উবের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মধুজা৷ উবেরের পক্ষ থেকে সেই চালককে সাসপেন্ড করা হয় এবং মঙ্গলবার রাতে চালককে গ্রেফতার করে পুলিশ৷ মধুজাকে বলপূর্বক হেনস্তা করার জন্য সন্টু প্রামাণিক নামের ওই চালককে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ তার বিরুদ্ধে আইপিসি ৩৪১, ৩৫৪, ৩০৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.