Advertisement
Advertisement

Breaking News

সঙ্গে গোমাংস সন্দেহে ২ মহিলাকে বেধড়ক মার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে গোমাংস রাখার সন্দেহে উত্তেজিত জনতার বেধড়ক মারে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের মহম্মদ একলাখের৷ এবার ঠিক একই রকম ঘটনা ঘটল মধ্যপ্রদেশেও৷ গোমাংস বহনকারী সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধর করল জনতা৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাসশীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ‘দাদাগিরি’! পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা Advertisement ঘটনা মধ্যপ্রদেশের মন্দাসুর রেলওয়ে স্টেশনের৷ […]

 Two women beaten up  for allegedly carrying beef in Madhya Pradesh

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 2:19 pm
  • Updated:July 27, 2016 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে গোমাংস রাখার সন্দেহে উত্তেজিত জনতার বেধড়ক মারে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের মহম্মদ একলাখের৷ এবার ঠিক একই রকম ঘটনা ঘটল মধ্যপ্রদেশেও৷ গোমাংস বহনকারী সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধর করল জনতা৷

ঘটনা মধ্যপ্রদেশের মন্দাসুর রেলওয়ে স্টেশনের৷ উত্তেজিত জনতা দুই মহিলাকে মারধর করছে এমনটাই নজরে আসে পুলিশের৷ তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ ছত্রভঙ্গ করা হয় জনতাকে৷ পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা গোমাংস বহন করছিলেন বলেই সন্দেহ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ ২ মহিলার থেকে প্রায় ৩০ কেজি মাংস উদ্ধার করে পুলিশ৷ কীসের মাংস তা পরীক্ষা করার জন্য স্থানীয় এক চিকিৎসককে খবর দেওয়া৷ প্রাথমিক পরীক্ষার পর তিনি জানান, গোমংস নয়, মহিষের মাংস নিয়ে যাচ্ছিলেন দুই মহিলা৷

Advertisement

কিছুদিন আগেই মৃত গরুর চামড়া ছাড়ানোর জন্য গুজরাটের উনায় পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন চার দলিত যুবক৷ যদিও এটাই ছিল ওই সম্প্রদায়ের পেশা৷ সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গোমাংসকে কেন্দ্র করে হেনস্তার ঘটনা ঘটল৷ উনার ঘটনা ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলেছে৷ খোদ প্রধানমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন৷ সংসদের বাদল অধিবেধশন বারবার মুলতুবি হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে৷ ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে৷ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হাতে বারবার একই ধরনের ঘটনা ঘটায় উগ্বিগ্ন প্রশাসনও৷ মধ্যপ্রদেশের ঘটনায় হেনস্তাকারীদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement