Advertisement
Advertisement

রাজেশ খান্নাকে কটূক্তি নাসিরের, পাল্টা টুইঙ্কলের

রাজেশ খান্না মাঝারি মানের অভিনেতা, উক্তি নাসিরুদ্দিন শাহর৷

Twinkle Khanna slams Naseeruddin Shah for calling Rajesh Khanna a 'poor actor'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 8:01 pm
  • Updated:July 24, 2016 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজেশ খান্না মাঝারি মানের অভিনেতা৷ বক্তা নাসিরুদ্দিন শাহ৷ নাসিরেরর এই বক্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজেশ কন্যা৷ আর দু’জনের এই কথার লড়াইয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নাসির মন্তব্য করেন, বলিউডে মাঝারি মানের ছবি তৈরি হওয়া শুরু হয় সাতের দশকে৷ যেই সময় রাজেশ খান্না বি-টাউনে পা রাখেন৷ প্রকারন্তকরণে বলিউডের প্রথম সুপারস্টারকে মাঝারি মানের অভিনেতা বলেন নাসির৷

Advertisement

নাসিরের এই বক্তব্যের প্রতিবাদেই টুইটারে সোচ্চার হয়েছেন রাজেশ কন্যা টুইঙ্কল খান্না৷ নাসিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি জীবিতদের সম্মান নাও দেখাতে পারেন, অন্তত মৃত-মাঝারিমানের অভিনেতাদের সম্মান প্রদর্শন করুন, যাঁরা প্রতিক্রিয়াও দিতে পারেন না৷

টুইঙ্কলকে সমর্থন জানিয়ে টুইট করেছেন করণ জোহরও৷ নাসিরুদ্দিনের মতো সিনিয়র অভিনেতাকে সম্মান করলেও এটা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement