সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেণ্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা থামিয়ে দিতে পারেন বন্দুকের অধিকার রক্ষায় যুক্ত কর্মীরা৷ প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ কারণ, আমেরিকান বন্দুক লবি অত্যন্ত শক্তিশালী৷
এদিকে, স্বস্তিতে নেই ডেমোক্র্যাট প্রার্থী ক্লিনটনও৷ নতুন ই-মেল ফাঁসে দেখা গিয়েছে, হিলারি বিদেশসচিব থাকার সময় তাঁর ফাউন্ডেশনের শীর্ষকর্তারা বিদেশ দফতরে ঢোকার চেষ্টা করেছিলেন৷ চাকরির সুযোগ ছাড়াও বিদেশি বিভিন্ন সরকারের সঙ্গে বৈঠকের বন্দোবস্ত করতে বিদেশ দফতরের সাহায্য চেয়েছিলেন তাঁরা৷
সম্প্রতি নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, “হিলারি দ্বিতীয় সংশোধনী প্রত্যাহার করতে চান৷ নির্বাচনে জিতলে তিনি বিচারক মনোনীত করার ক্ষমতা পাবেন৷ আপনারা কিছুই করতে পারবেন না৷ বন্দুকের অধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন, তাঁরা হিলারিকে থামাতে পারবেন৷” ডেমোক্র্যাট সমর্থক থেকে শুরু করে অনেকে মনে করছেন, সরাসরি হিলারির বিরুদ্ধে আক্রমণের প্ররোচনা দিয়েছেন ট্রাম্প৷ কারণ, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দিয়েছে৷ আমেরিকায় অস্ত্র নির্মাতাদের লবি অত্যন্ত শক্তিশালী৷ তারা কোনও ভাবেই ব্যবসার ক্ষতি মেনে নেবে না৷
যদিও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে, সহজে অস্ত্র হাতে পেয়ে নিরীহ মানুষের উপর বারবার আক্রমণ হয়েছে৷ যার জেরে ওই সংশোধনী বাতিলের পক্ষেও আওয়াজ তুলেছেন অনেকে৷ হিলারি নিজেও দ্বিতীয় পথের সমর্থক৷ তাঁর প্রচার ম্যানেজার রবি মুক বলেছেন, “বিপজ্জনক মন্তব্য৷ যিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চান, তাঁর এভাবে হিংসায় মদত দেওয়া উচিত নয়৷” অবশ্য নিজের পক্ষে যুক্তি সাজিয়ে পরে ট্রাম্প বলেন, “দ্বিতীয় সংশোধনীর পক্ষেও জোরালো রাজনৈতিক আন্দোলন হয়েছে৷ আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে৷ আমি সমর্থকদের ভোটাধিকার প্রয়োগ করে হিলারিকে থামাতে বলেছিলাম৷” এদিকে, একটি রক্ষণশীল নজরদারি সংস্থা গত মঙ্গলবার ৪৪টি ই-মেল ফাঁস করেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.