Advertisement
Advertisement

টলিপাড়ার হেয়ার ড্রেসারের রহস্যমৃত্যু

দীপার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷

Tollywood hair dresser Deepa Mallik died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 12:29 pm
  • Updated:July 10, 2016 12:29 pm  

স্টাফরিপোর্টার: স্টুডিও পাড়ায় একডাকে সবাই চিনত তাঁকে৷ কেন, কী কারণে দীপা এই পদক্ষেপ নিল, তা এখনও ভেবে উঠতে পারছেন না কেউ৷ দীপা মল্লিক (৩২)৷ শনিবার রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হল টলিউডের এই হেয়ার ড্রেসারের ঝুলন্ত দেহ৷

অবিবাহিত দীপা ছিলেন টলিউডের টেকনিশিয়ানস স্টুডিওর হেয়ার ড্রেসার৷ মাকে নিয়ে তিনি থাকতেন রিজেন্ট পার্কের করুণাময়ী ব্রিজ লাগোয়া এম এন সেন লেনের ফ্ল্যাটে৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালেই মায়ের সঙ্গে ঝগড়া করে বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়ে টালিগঞ্জ করুণাময়ীর ফ্ল্যাটে আসেন দীপা৷ সেই সময় দীপার ফ্ল্যাটে কেউ ছিলেন না৷ প্রতিবেশীরাই দীপার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ খবর দেন পুলিশে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

Advertisement

দীপার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷ শেষ শ্রদ্ধা জানাতে বাঙুর হাসপাতালে যান পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা-সহ টলিউডের একাধিক তারকা৷ ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement