Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাস-সঙ্গ ছাড়ার শর্তে আর্থিক পুরস্কার ঘোষণা বাংলাদেশে

ইতিমধ্যেই দু’জন সরকারের শর্ত মেনে জঙ্গিবৃত্তিকে চিরবিদায় জানিয়েছে৷

To Stop Terrorism, Bangladesh Government Takes An Unique Way
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 9:45 am
  • Updated:October 13, 2016 9:45 am  

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাস-দমনে অভিনব পন্থা অবলম্বন করল বাংলাদেশের শেখ হাসিনা সরকার৷ মিডিয়া রিপোর্টে প্রকাশ, সন্ত্রাসের পথ পাকাপাকিভাবে ছেড়ে দেওয়ার শর্তে জঙ্গিদের আর্থিক পুরস্কার দিতে শুরু করেছে হাসিনা প্রশাসন৷ পাশাপাশি তাদের আইনি সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷
ইতিমধ্যেই দু’জন সরকারের শর্ত মেনে জঙ্গিবৃত্তিকে চিরবিদায় জানিয়েছে৷ এবং বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ (৬,৩৫০ মার্কিন ডলার) পুরস্কারও পেয়েছে৷ এরা হল আবদুল হাকিম এবং মাহমুদুল হাসান বিজয়িচ৷ দু’জনেই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র নয়া গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল এবং পুলিশি অভিযানে ধরা পড়েছিল৷ যদিও ঠিক কোন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়৷ গত সপ্তাহে দেশের সরকারি টিভি চ্যানেলে এই দু’জনের হাতে পাঁচ লক্ষের চেক তুলে দেওয়ার দৃশ্য সম্প্রচারিত হয়েছে৷ প্রশাসনের দাবি, দেশের বিপথগামী অংশকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই তাদের এই পদক্ষেপ৷
প্রসঙ্গত, নিও-জেএমবি গোষ্ঠীটিকে ইসলামিক স্টেট তথা আইএসের একটি সক্রিয় অংশ বলে গণ্য করা হয়৷ এটি আবার বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল মুজাহিদিনের একটি ‘স্প্লিন্টার গ্রুপ’ও বটে৷ ‘ভিওএ নিউজ’ নামে যে সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে, তারা একটি ভিডিও শেয়ার করেছে এই মর্মে৷ তাতে ‘প্রাক্তন’ জঙ্গি আবদুল হাকিমকে বলতে দেখা যাচ্ছে, “অন্ধকার পথে পা বাড়িয়েছিলাম৷ এবার ভুল বুঝতে পেরেছি৷” সে আরও বলেছে, “আমরা সন্ত্রাসে আর বিশ্বাস করি না৷ যারা যারা এ পথে পা বাড়িয়েছে, তাদের ফিরে আসা উচিত৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement