Advertisement
Advertisement

কাঁথি দক্ষিণে রেকর্ড ভোটে জয়ী চন্দ্রিমা, ধরাশায়ী বিরোধীরা

বাম-কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।

TMC's Chandrima Bhattacharya sweeps Contai by-poll by record votes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 7:19 am
  • Updated:November 15, 2019 3:55 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: রেকর্ড ভোটে জয়ী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের এই প্রার্থী। চন্দ্রিমার প্রাপ্ত ভোট ৯৫,৩৬৯। তৃণমূল যে এই কেন্দ্রে তাদের শক্তি আরও বাড়িয়েছে ভোটের ফলাফলে তা স্পষ্ট। তবে লক্ষ্যনীয় বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা। বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে এসেছে তারা। বিজেপির সৌরিন্দ্রমোহন জানা পেয়েছেন ৫২,৮৪৩টি ভোট। সিপিআই প্রার্থী পেয়েছেন ১৭,৪২৩টি ভোট। কংগ্রেসের হাতে এসেছে ২,২৭০টি ভোট। এই ফলাফলের জেরে বাম-কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

[‘হিন্দুদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করছেন মমতা’]

Advertisement

দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সেই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড় করায় চন্দ্রিমা ভট্টাচার্যকে। আসনটি নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। রেকর্ড ভোটে চন্দ্রিমার জয় সেই আত্মবিশ্বাসকে আরও জোরালো করে তুলল। গতবারের চেয়ে জয়ের ব্যবধানও বেড়েছে।

[অফিস টাইমে দেরিতে ট্রেন, রণক্ষেত্র নুঙ্গি স্টেশন]

তবে বিজেপির উত্থান ও বাম-কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘিরে নানা মহল নানা মত পোষণ করছেন। তৃণমূল অবশ্য বিজেপির এই উত্থানকে বাম-কংগ্রেসের ধরাশায়ী হওয়ার ফল বলেই মনে করছেন। বামেদের ভোট কেটে তা বিজেপিতে গিয়েছে বলে মনে করছে জেলা তৃণমূল। গতবার আসনটিতে বাম-কংগ্রেসের জোটের লড়াই হয়েছিল। এবার তারা পৃথক প্রার্থী দেয়। অন্যদিকে এই এলাকায় বামেদের বেশ কিছু কর্মী বিজেপিতে যোগ দিয়েছে। সঙ্গে মিশেছে ভারত নির্মাণ পার্টি। তাই এবার এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণেও বদল এসেছে। আর তা গেরুয়া শিবিরকে পূর্ব মেদিনীপুরের মাটিতে অতিরিক্ত অক্সিজেন যুগিয়েছে বলে মনে করা হচ্ছে।

ছবি-রঞ্জন মহাপাত্র

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement