Advertisement
Advertisement

ফুটবল ম্যাচ ঘিরে রণক্ষেত্র মানিকতলা

পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ৷

tmc two group clash at maniktala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 11:47 am
  • Updated:August 16, 2016 11:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র মানিকতলা৷ দু’পক্ষের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ, পাথরবৃষ্টি৷ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ নামানো হয়েছে র‍্যাফ৷ মানিকতলা থানার অন্তর্গত সুভাষপল্লি, কৃষ্ণপল্লি সংলগ্ন রেললাইনের উপর চলছে দুই গোষ্ঠীর পাথরবৃষ্টি৷ রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আরপিএফ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে ঘিরে অশান্তির সূত্রপাত৷ সুভাষপল্লির যুবকরা মদ্যপ অবস্থায় কৃষ্ণপল্লির এক যুবক বাবাই দাসকে মারধর করে বলে অভিযোগ৷ পাল্টা হামলা চালায় কৃষ্ণপল্লির যুবকরাও৷ স্থানীয়দের দাবি, মত্ত যুবকরা সকলেই তৃণমূল কর্মী৷ গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ৷

Advertisement

মঙ্গলবার সকাল থেকে রেললাইনের উপরেই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর সংঘর্ষ৷ রেললাইন থেকে পাথর তুলে একে অপরের বিরুদ্ধে ছুড়ছে দুই গোষ্ঠীর সমর্থকরা৷ বিপন্ন ওই এলাকার রেলযাত্রীরা৷ এদিন সকালে ওই লাইনের নিত্যযাত্রীরা প্রাণের ভয়ে ট্রেনের জানালা, দরজা বন্ধ করে দিয়েছিলেন বলেও দাবি স্থানীয়দের৷ খবর পেয়ে আরপিএফ ও র‍্যাফ যৌথ অভিযান চালায় হামলাকারীদের বিরুদ্ধে৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ৷ পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement