সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহরমপুর থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মাথায় আঘাত লেগেছে তাঁর৷ গুরুতর জখম হয়েছেন নিরাপত্তারক্ষীদের কয়েকজনও৷ তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে৷
জানা যাচ্ছে, এদিন বহরমপুরে কর্মী সম্মেলন থেকে ফিরছিলেন অভিষেক৷ তাঁর সঙ্গে ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা মানস ভুঁইয়াও৷ দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে সিঙ্গুরের কাছাকাছি আচমকাই অভিষেকের কনভয়ের একটি গাড়ি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে৷ নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের গাড়িটি ধাক্কা দেয় ট্রাকে৷ ঠিক পিছনে থাকা অভিষেকের গাড়িও নিয়ন্ত্রণ হারায়৷ তাঁর গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়৷ ফলে মাথায় ও ঘাড়ে চোট পান অভিষেক৷ আহত হন মানস ভুঁইয়াও৷ নিরাপত্তারক্ষীদের গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে যায়৷ গুরুতর জখম হয়েছেন কয়েকজন নিরাপত্তারক্ষীও৷ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু তৃণমূল কর্মীরাও৷
দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ পাইলট কার থাকা সত্ত্বেও কীভাবে অন্য গাড়ি কনভয়ের মধ্যে ঢুকে পড়ল উঠছে সে প্রশ্নও৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছন জেলাশাসক ও পুলিশের পদস্থ কর্তারা৷ নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল৷ অভিষেক ও মানসবাবুকে দ্রুত বেলভিউতে নিয়ে আসা হয়৷ সিটি স্ক্যান করা হচ্ছে অভিষেকের৷ তাঁর চিকিসার জন্য বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে৷ অভিষেককে দেখতে বেলভিউতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন রাষ্ট্রপতিও৷ তবে এ ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.