Advertisement
Advertisement

নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি তারকেশ্বরে

মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করতে বসানো হল ৩২টি সিসিটিভি৷

Tight Security for Taraknath Temple
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 9:06 am
  • Updated:July 17, 2016 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জঙ্গি হামলার পরে কলকাতা সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে৷ সেই পরিকল্পনা মতোই তারকেশ্বর মন্দিরকেও আনা হল নজরদারি ক্যামেরার আওতায়৷ মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করতে বসানো হল ৩২টি সিসিটিভি৷ তারকেশ্বর বালিগাড়ি থেকে মন্দির পর্যন্ত যাত্রাপথে বসল আরও ৪টি সিসিটিভি৷ এছাড়াও মন্দিরে বসানো হল ১০টি ব্লক গেট৷

নিরাপত্তা খতিয়ে দেখতে তারকেশ্বর মন্দির ইতিমধ্যেই পরিদর্শন করেছেন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) জয়িতা বসু৷উল্লেখ্য আজ রবিবারই শ্রাবণ মাসের প্রথম দিন৷ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়৷ তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সে কারণেই নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে, পুলিশ প্রশাসন৷

Advertisement

সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ধনেখালির দশঘড়ার এক বাসিন্দা আশিক আহমেদকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে এনআইএ৷ জেরায় জানা যায়, তারকেশ্বর মন্দিরে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় পায়ে হেঁটে যাঁরা মন্দিরে ঢুকবেন তাদের উপর নজর রাখতেও সাধারণ পোশাকে পুলিশ থাকবে রাস্তার দু’ধারে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement