সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে? আর হরি ও হরিপ্রিয়ে দুইয়ের কৃপা একসঙ্গে হলে তাঁর বৃহস্পতির দশা আটকায় কার সাধ্য! ক’দিন আগেই যখন দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং থেকে বেঁচে ফিরেছিলেন৷ কেরলের মহম্মদ বশির আবদুল খদর ভেবেছিলেন নতুন জীবন পেয়েছেন৷ নতুন এই জীবনে যে এতবড় সুখবর তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ৬২ বছরের প্রবাসী ভারতীয়৷
খবরটা পেলেন মঙ্গলবার৷ লটারির খেলায় ১ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন তিনি৷ ভারতীয় মুদ্রার প্রায় সাড়ে ছয় কোটি টাকা৷
সাধ্য-সাধনা নয়, সাধ করেই লটারির টিকিট কিনতেন বশির৷ কেরলে জন্ম হলেও বহু বছর ধরে কর্মসূত্রে দুবাইতেই থাকেন৷ সেখানকার কার ডিলার গ্রুপে প্রশাসক হিসেবে কাজ করছেন গত ৩৭ বছর ধরে৷ প্রতিবারই যখন ছুটি কাটাতে নিজের দেশে ফেরেন, তাঁর আগে একটি করে লটারির টিকিট কেটে থাকেন৷ এই টিকিটটি ছিল তাঁর ১৭তম লটারির টিকিট৷ কেটেছিলেন ইদের ছুটির আগে৷
একে তো নতুন জীবন, তার উপরে সম্পত্তি লাভ৷ দুইয়ের খুশিতে আত্মহারা বশির৷ আর তিন বছর পরই তাঁর অবসর নেওয়ার কথা৷ সারা জীবন সাধারণভাবে কাটিয়েছেন৷ তবে, চিরকাল সৎ থেকেছেন৷ সেই কারণেই ঈশ্বর তাঁকে মন খুলে দান করেছেন বলেই মনে করছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.