Advertisement
Advertisement

বিয়ের আগেই অদ্ভূত দাবি করে বসলেন এই কনে

কনের চাহিদা জানলে আপনিও কুর্নিশ জানাতে বাধ্য হবেন৷

This Kerala Girl Asked For 50 Books Instead Of Gold
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 2:51 pm
  • Updated:August 14, 2016 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যাদানের সঙ্গে সোনা দানও ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ৷ কারও সাধ্য কম, কারও বেশি৷ তবে সবাই চেষ্টা করেন সাধ্যাতীত ভাবেই নিজ কন্যাকে বিদায় জানাতে৷ বিশেষ করে দাক্ষিণাত্যে বিয়ে মানেই সোনার আতিশয্য যেন একটু বেশিই৷ আইনের আড়ালে পণের দেওয়া নেওয়াও যে হয় না, তা নয়৷

পণের দাবি করেছেন হায়দরাবাদের সাহলা নেখিইলও৷ তবে, সোনা নয় তাঁর চাহিদা ছিল ৫০টি নতুন বই৷ হবু স্বামী আনিস নাবোদির কাছে ‘মেহের’ হিসেবে এই দাবিই জানিয়েছিলেন তিনি৷ বাকদত্তার এই দাবিতে পরিবার-পরিজনেরা তেমন খুশি না হলেও আনিস খুব খুশি৷ এমন একজন জীবনসঙ্গীকে কোনও মতেও ছাড়তে রাজি নন তিনি৷ কথা মতো বেঙ্গালুরু গিয়ে ৫০টি বই কিনে এনে তবেই নিকাহ সেরেছেন৷

Advertisement

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী সাহলা৷ নিজের এই দাবির মাধ্যমে সমাজকে পণপ্রথার বিরুদ্ধে সচেতন করে তুলতে চেয়েছেন তিনি৷ একইসঙ্গে সোনা ছাড়াও যে বিয়ে সম্ভব, সেটাই নিজের আত্মীয়-পরিজনদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন বলে দাবি তাঁর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement