Advertisement
Advertisement

Breaking News

বিমানে কামাল দেখাল বলিউডের ‘ড্রিম টিম’

সত্যি ‘ড্রিম টিম’ ৩০,০০০ ফুট উচ্চতায় কামাল দেখাল বটে৷

This is how the dream team prepares at 30,000 feet.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 4:17 pm
  • Updated:November 3, 2020 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের একঝাঁক তারকা এখন স্বপ্নের দল গঠনে বেশ ব্যস্ত৷ দলের নাম ‘ড্রিম টিম’ আর ক্যাটরিনা থেকে শুরু করে তাবড় বলি তারকারা এই টিমের অংশ৷ আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রায় কাপুর, পরিণীতি চোপড়া প্রত্যেকেই রয়েছেন এই টিমে৷

কিন্তু কী এই ‘ড্রিম টিম’?

Advertisement

বলিউডের একঝাঁক তারকা মার্কিন মুলুকে একাধিক কনসার্টে অংশগ্রহণ করতে চলেছেন৷ আর এই তারকাদের দলের নামই ‘ড্রিম টিম’৷ ১৩ আগস্ট, শনিবার এই দলের অনুষ্ঠান করার কথা রয়েছে৷

কিন্তু পেশাদার তারকারা নিজেদের শিল্পের ঝলক কেবল স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না৷ তাই বিমানযাত্রার সময়ও নিজেদের পারফরম্যান্সের ঝলক দেখিয়ে দিয়ে গেলেন৷

আদিত্য রায় কাপুর প্রভু দেবার মতো করে যখন নাচছেন, তখন বিমানে উষ্ণতার পারদ চড়াচ্ছেন আলিয়া৷ পপস্টার রিহানার ভঙ্গিতে নাচলেন নায়িকা৷ অন্যদিকে পরিণীতিও কম যাচ্ছেন না৷ নানা ভঙ্গিমায় ধন্যবাদ জানাচ্ছেন সকলকে৷ আর নিজের আগামী ছবি ‘বার বার দেখো’র গান ‘কালা চশমা’র সুরে মাথা দোলাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা৷

অবশেষে ভিডিওয় দেখা গেল ক্যাটরিনাকে৷ গোটা ড্রিম টিম নিয়ে একসঙ্গে ‘কালা চশমা’ গানটির ছন্দে কোমর দোলালেন তিনি৷

সত্যি ‘ড্রিম টিম’ ৩০,০০০ ফুট উচ্চতায় কামাল দেখাল বটে৷

দেখুন তাঁদের সেই ভিডিয়োটি:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement