Advertisement
Advertisement

Breaking News

রক্তস্নাত এই শিশুর ছবিই যেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রতীক

আয়্লানের পরে আরও এক সিরিয়ান শিশুর মর্মান্তিক ছবির সাক্ষী রইল পৃথিবী৷

This Chilling Photo Of A 5-Year-Old Syrian Boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 6:53 pm
  • Updated:August 18, 2016 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার উদ্বাস্তু সমস্যা আজ বোধহয় আর কেবল সমস্যা হিসাবে আটকে নেই৷ সিরিয়া শরণার্থীদের ক্রমেই কঠোর হয়ে ওঠা জীবন হোক কিংবা ছোট্ট আয়্লানের জলে ভেসে ওঠা মৃতদেহ, সিরিয়ার ট্র্যাজেডি বোধহয় শেষ হওয়ার নয়৷ এই ছিন্নমূল মানুষের জীবনের কিছু ছবি যখন হঠাৎ ভেসে ওঠে সংবাদমাধ্যমে, তখন তাঁদের অজান্তেই হয়তো তাঁরা তৈরি করে শিরোনাম৷ অজান্তেই তাঁদের করুণ অবস্থা দেখে চোখের জল ফেলছে গোটা বিশ্ব৷

আয়্লানের পরে আরও এক সিরিয়ান শিশুর মর্মান্তিক ছবির সাক্ষী রইল পৃথিবী৷ একটি ছোট্ট পাঁচ বছরের শিশু৷ সিরিয়ার বিমান হামলায় ঘোরতর জখম৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে৷ অন্য পাঁচটা শিশুর মতো তারও তো একটা শৈশব রয়েছে৷ কিছু স্বপ্ন রয়েছে৷ তবু তার প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও যেন এক মুহূর্তে বদলে দিল শৈশবের নাম৷ ছবি যেন বলে দিল বেঁচে থাকার লড়াইয়ের অপর নাম ওই পাঁচ বছরের শিশু৷

Advertisement

সম্প্রতি সিরিয়ার বিমান হামলায় পাঁচ বছরের আহত শিশু ওমরান দানিশের একটি ছবি প্রকাশিত হয়েছে৷ শিশুটিকে আহত অবস্থায় এম ১০ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেই সময় তার ছবি তোলা হয়েছে একটি৷ নিষ্পলক দৃষ্টিতে ক্যামেরার দিকে চেয়ে থাকা শিশুটির শরীরের অর্ধেক অংশই রক্তে ভিজে গিয়েছে৷ মুখটিও রক্তে ভেজা৷

আর এই রক্তস্নাত শিশুটির নিষ্পাপ দৃষ্টিই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement