Advertisement
Advertisement

Breaking News

যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি বিধায়কের অবাক সাফাই

আক্রান্ত ছেলে না মেয়ে, তিনি না কি বুঝতেই পারেননি৷

This Bihar BJP MLC Gives The Most Shocking Defence After Molesting A 12-Year-Old Girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 6:48 pm
  • Updated:July 24, 2016 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বুঝতেই পারিনি’৷ ১২ বছরের দলিত শিশুকে যৌন হেনস্তায় অভিযুক্তের সাফাই৷ অভিযুক্ত আবার যেমন-তেমন ব্যাক্তি নন, বিহারের স্বনামধন্য বিজেপি বিধায়ক টুন্না জি পাণ্ডে৷ যাকে রবিবার হাজিপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

ঘটনার সূত্রপাত হয় হাজিপুর জংশনের সরাই স্টেশনের কাছে একটি এক্সপ্রেস ট্রেনে৷ অভিযোগ, ট্রেনের এসি-২ কোচে ভোর তিনটে নাগাদ শিশুটিকে চুম্বন করার চেষ্টা করেন পাণ্ডে এবং তাঁকে ট্রেনের বাথরুমে আসার কথাও বলেন৷ ভয় পেয়ে শিশুটি কাছে থাকা অ্যালার্ম বাজিয়ে দেয়৷ বিপদ সংকেত পেয়েই চলে আসেন তার বাবা-মা৷ তাঁরাই আরপিএফ-এ অভিযোগ জানান৷

Advertisement

পাণ্ডের কথায়, তিনি কেবল নিজের ফোনের চার্জার নিতে গিয়েছিলেন৷ ঘুমন্ত শিশুকে দেখে বুঝতেই পারেনি সে ছেলে না মেয়ে৷ বিধায়কের সাফাইয়ে অবশ্য মন গলেনি পুলিশের৷ গ্রেফতার করা হয়েছে তাঁকে৷ বিজেপির তরফেও তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, বিধায়ক হওয়ার পাশাপাশি অ্যালকোহলের ব্যবসাও করেন পাণ্ডে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement