Advertisement
Advertisement
Assam

মহিলাকে হত্যা করে শিশু চুরি! নিঃসন্তান মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে চরম কাণ্ড মা-বাবার

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দম্পতিকে।

This Assam Woman Murdered, Her Baby Stolen By Couple To Give To Daughter | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:December 24, 2022 6:22 pm
  • Updated:December 24, 2022 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঃসন্তান মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে চরম কাণ্ড করে বসলেন বাবা-মা। এক মহিলাকে খুন করে তাঁর ১০ মাসের সন্তানকে চুরি করলেন তাঁরা। উদ্দেশ্য ছিল মেয়ের হাতে ওই শিশুটিকে তুলে দেওয়া। কিন্তু তার আগেই প্রকাশ্যে চলে এল অপরাধ। অসমের (Assam) এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দম্পতিকে। এছাড়াও একই ঘটনায় অভিযুক্ত দম্পতির ছেলে এবং খুন হওয়া মহিলার মা। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গুয়াহাটি (Guwahati) শহরের। মৃত মহিলা কেন্দুগুড়ি বাইলুং গ্রামের বাসিন্দা নীতুমণি লুখুরাখন। মঙ্গলবার চরাইদেও জেলার রাজাবাড়ি টি এস্টেটের কাছে একটি নালা থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। কেন খুন হলেন ওই মহিলা? পুলিশ জানিয়েছে, খুনে অভিযুক্ত দম্পতি প্রণালী গগৈ ও বসন্ত নামের এক ব্যক্তি। তাঁদের মেয়ে নিঃসন্তান। নীতুমণিকে হত্যা করে তাঁর সন্তানকে অপহরণ করে পালানোর চেষ্টা করে প্রণালী ও বসন্ত। দম্পতির মেয়ে থাকেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। ছেলেকে দিয়ে সেখানেই দশ মাসের শিশুটিকে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল।

Advertisement

[আরও পড়ুন: হেঁটেছিলেন গান্ধীজির সঙ্গে, ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে রাহুলেই ভরসা নব্বইয়ের ‘যুবকে’র]

যদিও জোরহাটের একটি বাস টার্মিনাস থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এরপর সিমালগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় প্রণালী গগৈ ও বসন্তকে। বুধবার অভিযুক্ত দম্পতির ছেলে প্রশান্ত গগৈ এবং খুন হওয়া মহিলা নীতুমণির মা ববি লুখুরাখনকেও খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: হিন্দুপক্ষের আবেদনে সায়! মথুরার শাহি ঈদগাহ মসজিদে সার্ভের নির্দেশ আদালতের]

এই বিষয়ে শিবসাগরের পুলিশ আধিকারিক শুভ্রজ্যোতি বোরহা জানান, কাজের অজুহাতে নীতুমণিকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। তাঁর থেকে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে বাধা দেয় সে। এরপরেই তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement