Advertisement
Advertisement

Breaking News

হিলারিই মার্কিন প্রেসিডেন্ট পদের যোগ্য, সওয়াল ওবামার

ইতিহাস গড়ে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারবেন হিলারি?

'There's never been a more qualified candidate to be US President than Hillary Clinton', Obama says
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 11:56 am
  • Updated:May 29, 2023 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতম প্রাথী হিসাবে হিলারিকেই সমর্থন জানালেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভনশনে যোগ দিয়ে ওবামা বলেন, “প্রেসিডেন্ট পদের জন্য আমি বা বিল (ক্লিন্টন) কেউই হিলারি ক্লিন্টনের চেয়ে বেশি যোগ্য নই৷”

তিনি আরও বলেন, “ট্রাম্প আমেরিকার মানুষকে কোনও সমাধানের রাস্তা দেখাচ্ছেন না, তিনি ভয় দেখাচ্ছেন৷” ২০০৮ সালে ওবামা যখন হোয়াইট হাউস দখলের প্রতিযোগিতায় নেমেছিলেন, তখন তাঁর ক্যাম্পেন “ইয়েস, উই ক্যান” বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল৷ আট বছর আগে তাঁকে আমেরিকার মানুষ যেভাবে সমর্থন করেছিলেন, সেই একই সমর্থন এবার হিলারির জন্য চাইলেন ওবামা৷

Advertisement

বুধবার দলের তরফেও জানিয়ে দেওয়া হল, ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে চূড়ান্ত নাম হিলারি রডহ্যাম ক্লিনটন৷ স্বাধীন আমেরিকার সওয়া দু’শো বছরের ইতিহাসে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে চূড়ান্ত পর্বে থাকা প্রথম প্রমীলা৷

বস্তুত, মার্কিন মুলুকের চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্বের দৌড় যতই এগোচ্ছিল ততই পরিষ্কার হয়ে যাচ্ছিল রিপাবলিকানদের তরফে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের তরফে হিলারি ক্লিনটনই থাকতে চলেছেন চূড়ান্ত লড়াইয়ে৷ গত সপ্তাহে রিপাবলিকানদের তরফে ট্রাম্পের নামে সিলমোহর পড়ার পর বুধবার ডেমোক্র্যাটরা জানিয়ে দিল তাদের প্রার্থীর নাম৷ এবং প্রত্যাশামতোই সেটি হিলারি ক্লিনটন৷ আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব এবং প্রাক্তন ফার্স্ট লেডিও৷ শেষ ভোটে যদি শেষ হাসি তিনি হাসতে পারেন তাহলে আমেরিকার ফার্স্ট সিটিজেনও হবেন তিনিই৷ নিশ্চিতভাবেই এটি বিরল মর্যাদা৷ স্বামী-স্ত্রী দু’জনেই একই দেশের প্রথম নাগরিক পদ অলংকৃত করেছেন, এমন নজির ইতিহাসের পাতায় সুলভ নয়৷ এবং আমেরিকার ইতিহাসে সে নজির নেই৷ কারণ কোনও মহিলাই এখনও পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হননি৷ সে ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়ন পেয়েই হিলারি নিজের দেশে নতুন নজির তৈরি করে ফেলেছেন৷

নিউ ইয়র্কের প্রাক্তন সেনেটর হিলারিকে সমর্থন জানিয়েছেন দলের ৪৭৬৪ জন ডেলিগেট৷ ডেমোক্র্যাটদের সমাবেশের দ্বিতীয়দিনে প্রথামাফিক এই ঘোষণা করা হয়৷ নিউ ইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে সেই সমাবেশে যোগ দিয়ে হিলারি বলেন, “অবিশ্বাস্য এক সম্মান আপনারা আমাকে দিলেন৷ প্রথাভাঙা পথে হেঁটে ‘গ্লাস অফ সিলিং’-এ নিশ্চিতভাবেই এটি সবচেয়ে বড় ফাটল৷ এখনও আমার বিশ্বাস হচ্ছে না৷” বছর ৬৮-র এই কূটনীতিক বলেছেন, “এই জয় আপনাদের৷ আজ দেশের যে সমস্ত মেয়ে এই খবর দেখতে পাচ্ছেন, আমি তাঁদের বলতে চাই, হয়তো আমি দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হব, কিন্তু তাঁরাই হতে পারেন এই তালিকার পরের নামগুলি৷” টুইট করে হিলারি জানিয়েছেন, ‘এই মুহূর্তটি সেই সমস্ত ছোট্ট মেয়েদের জন্য যাদের স্বপ্ন অনেক বড়৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement