Advertisement
Advertisement

পাক শিল্পী থাকলে সিনেমা প্রদর্শন নয়, সিদ্ধান্ত হল মালিকদের

করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বেশ মুশকিলেই পড়ল বলে মনে করছে সিনেমহল৷

Theatre Owners decide they Won't Screen Films With Pakistani Actors
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 3:44 pm
  • Updated:October 14, 2016 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পাক শিল্পীদের কাজ করা নিয়ে এবার সরব হলেন হল মালিকরাও৷ তাঁদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, যে সিনেমায় পাক শিল্পীরা থাকবেন তা প্রদর্শন করা হবে না৷

ভারত-পাক দ্বন্দ্বের মধ্যেই ইমপা বা ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশন ভারতে পাক শিল্পীদের কাজ করা বন্ধের ফতোয়া দিয়েছিল৷ তাতে প্রমাদ গুনেছিলেন পরিচালক ও প্রযোজকরা৷ পরবর্তী কোনও ছবিতে পাক শিল্পীদের বাদ দেওয়ার কথাই ভাবা হচ্ছিল৷ এমনকী চলতি এক সিনেমাতেও পাক অভিনেত্রীর পরিবর্তে ভারতীয় অভিনেত্রী নেওয়ার কথা হচ্ছিল৷ কিন্তু যে ছবিতে ইতিমধ্যেই কোনও পাক অভিনেতা কাজ করেছেন, সে ছবির ভবিষ্যৎও গিয়ে পড়ল বিশ বাঁও জলে৷ মুম্বইয়ের সিনেমা মালিকদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব ছবিতে পাক শিল্পীরা আছেন তা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ ফলে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বেশ মুশকিলেই পড়ল বলে মনে করছে সিনেমহল৷ কেননা ছবিতে আছেন পাক অভিনেতা ফওয়াদ খান৷ এর ফলে মুম্বইয়ের বাজারে আদৌ ছবি মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement