Advertisement
Advertisement

‘আসল’ নাকি ‘নকল’ প্রিয়াঙ্কা? কৌতূহল নেটদুনিয়ায়

তাহলে কে এই মহিলা, যাঁকে অবিকল প্রিয়াঙ্কার মতো দেখতে৷ আপতত এ প্রশ্নের উত্তর খুঁজতে মশগুল নেটদুনিয়া৷

the-internet-cant-get-over-how-much-this-woman-resembles-priyanka-chopra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 12:43 pm
  • Updated:July 13, 2016 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া নাকি তাঁর মতো দেখতে অন্য কেউ৷ প্রথম দেখায় সকলেই তাজ্জব হয়ে যাচ্ছেন৷ আর তারপরই বিস্ময়৷ কেননা প্রিয়াঙ্কার কোনও যমজ বোন আছে বলে কেউ শোনেননি৷ বলিপাড়ায় তাঁর বোন হিসেবে পরিণীতি চোপড়া সকলেরই পরিচিত মুখ৷ তাহলে কে এই মহিলা, যাঁকে অবিকল প্রিয়াঙ্কার মতো দেখতে৷ আপতত এ প্রশ্নের উত্তর খুঁজতে মশগুল নেটদুনিয়া৷

480911-priyanka-chopra-and-lookalike

Advertisement

কদিন আগেই এক ম্যাগাজিনের ফটোশুট নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ ছবিতে তাঁর ‘আন্ডারআর্ম’ ফটোশপ করা কি না, এহেন প্রশ্নের মীমাংসাতেও সময় ব্যয় করেছিলেন নেটদুনিয়ার বাসিন্দারা৷ আর এ তো তাঁর মতো দেখতে হুবহু একজনকে খুঁজে পাওয়া৷ প্রত্যাশিতভাবেই কৌতূহল তুঙ্গে নেটদুনিয়ায়৷ তা সত্যিই কি যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি প্রিয়াঙ্কার যমজ বোন? না, তিনি আসলে প্রিয়াঙ্কার কেউ হনই না৷ তিনি ফিটনেস ব্লগার নভপ্রীত বঙ্গ৷ আসলে তিনি ভিডিও ব্লগার, ইন্টারনেটে যাঁদের বলা হয় ভ্লগার৷ তিনি নিজেও জানেন তিনি প্রিয়াঙ্কার মতো দেখতে৷ ইনস্টাগ্রামে তাঁর ভিডিও ব্লগে এ কারণেই উপচে পড়ে অনুরাগীর সংখ্যা৷ এমনকী কাশী বাঈয়ের  মতো সেজে তিনি একটি ফটোশুটও করেছিলেন৷ সবথেকে অবাক কাণ্ড, তাঁর গলার স্বরও প্রিয়াঙ্কার মতোই৷

প্রিয়াঙ্কা অবশ্য এ কৌতূহলের এখনও কোনও উত্তর দেননি৷ তবে বলা হয়, পৃথিবীতে প্রত্যেকের মতোই দেখতে অন্তত সাতজন করে ব্যক্তি থাকেন৷ কখনও তার খোঁজ মেলে, কখনও মেলে না৷ প্রিয়াঙ্কা কিছু বলুন আর নাই বলুন, নেটদুনিয়ায় যে এই মহিলার মধ্যেই প্রিয়াঙ্কার সদৃশ সেরকম একজনকে খুঁজে পেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না৷

pcstory_647_071216041417

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement