Advertisement
Advertisement

ফের সেনা পোশাকে কাশ্মীরে জঙ্গি হামলা

টিভি টাওয়ার উড়িয়ে প্রহরীদের বন্দুক লুঠ...

Terrorists snatch weapons from policemen in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 4:09 pm
  • Updated:October 17, 2016 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপর হামলা চালিয়ে পাঁচটি বন্দুক ছিনিয়ে পালাল জঙ্গিরা৷ রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে একটি টেলিভিশনের টাওয়ারে প্রহরারত পুলিশের উপর হামলা করে জঙ্গিরা৷ সেনার পোশাকে এসে গার্ডরুমে ঢুকে তাণ্ডব চালানোর পর পুলিশের সার্ভিস রাইফেল লুঠ করে পালায় তারা৷ দাংওয়াচির দুরু এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

বড়রকমের হামলার উদ্দেশ্যেই জঙ্গিরা অস্ত্র লুঠ করেছে বলে পুলিশের সন্দেহ৷ লুঠ হওয়া অস্ত্রের মধ্যে তিনটি এসএলআর, একটি কার্বাইন ও একটি ইনসাস রয়েছে৷ ইতিমধ্যেই রবিবার রাতে কর্তব্যরত পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে৷ জঙ্গিরা কাছাকাছি কোনও গ্রামে লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের৷ এক পুলিশ কর্তার কথায়, জঙ্গি ও অস্ত্রের খোঁজে অনন্তনাগজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷ ওই টিভি টাওয়ারটি দখল করার উদ্দেশ্যে না কি অস্ত্রলুঠের উদ্দেশ্যেই জঙ্গিরা হামলা করেছিল তা নিয়ে ধন্দে রয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷ বিষয়টি নিয়ে প্রতিরক্ষা ও সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ অন্যদিকে সোমবার সকালে পুলওয়ামায় পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল জঙ্গি৷ যদিও পুলিশের পাল্টা গুলিতে কিছুক্ষণের মধ্যেই পিছু হঠে যায় জঙ্গিরা৷

Advertisement

রাতের অন্ধকারে জঙ্গিরা যেভাবে টহলরত পুলিশের উপর হামলা চালিয়েছে তাতে ফের প্রমাণ হল জঙ্গিরা ওই এলাকায় আগে থেকেই আত্মগোপন করেছিল৷ তবে জঙ্গি-পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেনি৷ শনিবারই হান্দওয়াড়া জেলার টুটিগান্ডে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা৷ অন্যদিকে শুক্রবার জাকুরায় সিআরপিএফ-এর শিবিরের কাছে সেনাবাহিনীর একটি কনভয়ের উপর জঙ্গিরা হামলা করলে নিহত হন সশস্ত্র সীমা বলের এক জওয়ান৷ ধারাবাহিকভাবে কাশ্মীরজুড়ে জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement