Advertisement
Advertisement

ধৃত জঙ্গির স্বীকারোক্তিতে পাক-সন্ত্রাসের প্রমাণ

আরেক কাসভ?

terrorist Bahadur Ali confesses he is from Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 3:24 pm
  • Updated:July 28, 2016 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষে ধৃত জঙ্গির মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়ল পাকিস্তান৷ মঙ্গলবার নওগাম সেক্টরে সেনাবাহিনীর হাতে ধরা পড়ে বাহাদুর আলি ওরফে সইফুল্লাহ (২২)৷ এনআইএ কর্তাদের জেরার মুখে বাহাদুর বলেছে, “আমি পাকিস্তান থেকে এসেছি৷ লাহোরের বাসিন্দা৷ লস্কর জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলাম৷”

গোয়েন্দাদের দাবি, ভারতে বড়রকমের হামলার পরিকল্পনা নিয়েই অনুপ্রবেশ করে বাহাদুর ও আরও কয়েকজন জঙ্গি৷ সেনাবাহিনী এই লস্কর জঙ্গির কাছ থেকে এ কে-৪৭ রাইফেল, দুটি পিস্তল ও ২৩ হাজার টাকা উদ্ধার করেছে৷ বৃহস্পতিবার বাহাদুরকে কাশ্মীর থেকে দিল্লি নিয়ে আসেন এনআইএ কর্তারা৷ কোথায় কোথায় হামলার ছক কষেছিল তা জেরা করে জানা হবে৷ ভারতে জঙ্গি অনুপ্রবেশ ও হামলার ছকের কথা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বারবার অস্বীকার করে আসছেন৷ অথচ এই নিয়ে গত দু’মাসের মধ্যে জীবিত অবস্থায় দুই পাক জঙ্গিকে ধরল সেনাবাহিনী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “জীবিত অবস্থায় জঙ্গিকে ধরতে পারা বড়রকমের সাফল্য৷ সেনাবাহিনীর এই সাফল্যে আমরা গর্বিত৷ পাকিস্তানের প্রকৃত রূপ প্রকাশ পেল৷”

Advertisement

কাশ্মীরে হিজবুল নেতার মৃত্যু ঘিরে পাকিস্তানের উসকানি ও অশান্ত পরিবেশের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে ঢুকছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন৷ নিয়ন্ত্রণরেখার কাছে টউট মার গলি এলাকা দিয়ে বাহাদুরদের দলটি প্রবেশ করেছিল বলে সন্দেহ৷ সূত্রের দাবি, হিজবুলের তরুণ নেতা বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত কাশ্মীরে নতুন করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল এই জঙ্গিদের৷

জঙ্গি মোকাবিলা নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্কের এমন চাপানউতোর পরিস্থিতির মধ্যেই আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ৷ সূত্রের খবর, পাঠানকোট তদন্ত নিয়ে শরিফ সরকারকে ফের চাপ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সীমান্তে পাক জঙ্গিদের অনুপ্রবেশ ও সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই নিয়েও কথা বলবেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement