Advertisement
Advertisement

সন্ত্রাসবাদই বিশ্বের সামনে সবচেয়ে বড় সমস্যা: মোদি

ভারত ও মোজাম্বিক দুই দেশেই সন্ত্রাসবাদ সমান রকম প্রভাব ফেলছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Terror is gravest threat to world: Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 1:11 pm
  • Updated:July 8, 2016 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদ হল ‘সবচেয়ে বড় সমস্যা’৷ ভারত ও মোজাম্বিক দুই দেশেই সন্ত্রাসবাদ সমান রকম প্রভাব ফেলছে৷ বৃহস্পতিবার আফ্রিকার সফরে মোজাম্বিক পৌঁছে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সকালে মোজাম্বিকের রাজধানী মাপুতোয় পৌঁছে সেদেশের প্রেসিডেন্ট ফিলিপ নুইসির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্র আরও শক্তিশালী করতে এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ৷

মাপুতোয় মোদি-নুইসি বৈঠকে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ এই মুহূর্তে দেশে ডালের উৎপাদন খুবই কম৷ দেশের ডাল সংকট দূর করতে মোজাম্বিকের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ ওই চুক্তি মেনে ভারত মোজাম্বিকের কাছ থেকে ডাল কিনবে৷ মোদি এদিন বলেন, “ভারত মোজাম্বিকের এক বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য সহযোগী৷ তাই জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে মোজাম্বিককে এডস-সহ বিভিন্ন্ রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হবে৷ মোজাম্বিকের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করা হবে৷ মোজাম্বিকের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করবে ভারত৷” কৃষি, স্বাস্থ্য, শক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দু’দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা গড়ে তোলার উপর জোর দেন মোদি৷ মাদক চোরাচালান বন্ধ করতেও যথাযথ উদ্যোগ গ্রহণের উপর জোর দেন প্রধানমন্ত্রী৷

Advertisement

নুইসির সঙ্গে বৈঠকের পর মোদি এক যৌথ সাংবাদিক সম্মেলনে ভাষণ দেন৷ সেখানেই তিনি বলেন, “সমাজের স্বার্থেই আর্থিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানো দরকার৷ সেই লক্ষ্যপূরণে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করা প্রয়োজন৷ নুইসি আমার সঙ্গে সহমত যে, এই মুহূর্তে সন্ত্রাসবাদ গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় সমস্যা৷ মোজাম্বিক ও ভারত তার ব্যতিক্রম নয়৷ উভয় দেশের উপর সন্ত্রাসবাদ একইরকম প্রভাব ফেলেছে৷ সন্ত্রাসবাদ মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে৷” গত এক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বড় ধরনের জঙ্গি হামলা হয়েছে৷ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইদের দিনেও বাংলাদেশে বড়সড় হামলা চালিয়েছে জঙ্গিরা৷ সেই প্রেক্ষিতে মোদির বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement