Advertisement
Advertisement

শ্রীনগরে ফের জঙ্গি হানা, নিহত ১ জওয়ান

শ্রীনগরের কাছেই জকৌরায় পেট্রলিং শেষে ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা৷ তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷

terror-attack-on-outskirt-of-srinagar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 8:48 pm
  • Updated:October 14, 2016 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতীয় সেনার উপর হামলা জঙ্গিদের৷ ৮ এসএসবি (সশস্ত্র সীমা বল) জওয়ান ডিউটি থেকে সিআরপিএফ ক্যাম্পে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷

উরি হামলা পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই লাগাতার জঙ্গি হানা চলছে৷ পাম্পোরে এক সরকারি প্রতিষ্ঠান দখল করে হামলা করে জঙ্গিরা৷ প্রায় ৫৫ ঘণ্টা লড়াই করে তবে জঙ্গি নিকেশ সম্ভব হয়৷ তারপরই এসএসবি জওয়ানদের উপর নেমে এল এই হামলা৷ জানা যাচ্ছে, শুক্রবার শ্রীনগরের কাছেই জকৌরায় পেট্রলিং শেষে ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় শহিদ হন এক জওয়ান, আহত হয়েছেন আরও সাত এসএসবি জওয়ান৷ যদিও জঙ্গিদের তখনই পাকড়াও করা সম্ভব হয়নি৷ গুলি করে ফেরার হয়েছে জঙ্গিরা৷ তবে পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, চারজন জওয়ানের আঘাত বেশ গুরুতর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement