সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশে গাছ কাটা এবং জমি দখলে আপাতত স্থগিতাদেশ দিল আদালত। গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের অদূরে জমি দখল নিয়ে লাগাতার আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। পুলিশের সঙ্গে বচসাও হয় তাদের। আপাতত পড়ুয়াদের দাবি মেনে নিয়ে যাবতীয় কার্যকলাপে স্থগিতাদেশ দিল তেলেঙ্গানা হাই কোর্ট।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই ৪০০ একর জমি রয়েছে। ওই জমিতে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। তাই ওই জমিতে গাছ কেটে ফেলতে রবিবার থেকে বুলডোজার চালানো শুরু হয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদে নামেন পড়ুয়ারা। ‘গো ব্যাক’ স্লোগান দেন বুলডোজ়ারের উপরে উঠে। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান পড়ুয়ারা। কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পড়ুয়াদের মতে, ৪০০ একর জমিতে প্রচুর জীববৈচিত্র রয়েছে। গাছ কেটে ফেললে তা একেবারে ধ্বংস হয়ে যাবে।
বুলডোজার চালানোর প্রতিবাদে আদালতে আবেদন করেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের সঙ্গী হয় ভাটা ফাউন্ডেশন নামে একটি এনজিও। যৌথভাবে তাদের আবেদন, ওই এলাকাটি বনাঞ্চল হিসাবে ঘোষিত হোক। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ওই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসাবে গড়ে তোলা হোক, এমনটাই প্রস্তাব দিয়েছেন পড়ুয়ারা। যদিও তেলেঙ্গানা সরকারের পালটা, হায়দরাবাদের অনেক জায়গাতেই সাপ, ময়ূর রয়েছে। কিন্তু সবকিছুকে বনাঞ্চল বলা যায় না।
দুপক্ষের যুক্তি শুনে আপাতত ওই জমিতে বুলডোজার চালানো এবং গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছে তেলেঙ্গানা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে কোনও কাজ হবে না বলে জানায় আদালত। যদিও পড়ুয়াদের যুক্তি, গাছ কাটা নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরোধিতা হচ্ছে। তেলেঙ্গানা সরকারের অনুমতি থাকলেও সুপ্রিম আদেশ লঙ্ঘন করা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, গাছ কাটলে কোনও খারাপ প্রভাব পড়ে কিনা সেটা খতিয়ে দেখতে কমিটি গঠন করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.