সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে আইএসআইএস জঙ্গি নেটওয়ার্ক ভাঙার কাজে দক্ষতা দেখিয়ে শৌর্য পদক পেলেন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সেলের এসপি রাজেশ কুমার৷ এছাড়াও এদিন আরও দুই পুলিশ কর্মীকে মরণোত্তর শৌর্য পদক দেওয়া হয়৷
প্রসঙ্গত, তেলেঙ্গানার পুলিশ কর্মীরা আইএস জঙ্গি নিকেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ কেরল ও কর্নাটককে আইএসআইএস জঙ্গিরা যে শক্ত ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করছিল, তা রুখে দিয়েছেন তাঁরা৷ আইএস নেটওয়ার্ক ভাঙতে তাঁরা সফল হয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁদের এই সাফল্যের জেরেই এনআইএ চলতি বছরে বহু আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.