Advertisement
Advertisement

পোষ্যর শোকে গায়ে আগুন দিলেন শান্তি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য সারমেয়টি হারিয়ে গিয়েছিল তাঁর৷ হারিয়ে গিয়েছিল বললে হয়তো ঠিক বলা হবে না৷ তাঁর স্বামীই তাঁর পোষ্যটিকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন৷ আর তাই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা আমার আপনার পক্ষে কল্পনা করা বেশ কঠিন৷ পোষ্যর শোকে তামিলনাড়ুর শান্তি আত্মহত্যার চেষ্টা করলেন৷ গায়ে আগুন লাগিয়ে বেঁচে থাকার যন্ত্রণা থেকে […]

Tamil Nadu woman sets herself on fire after husband abandons pet dog
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 6:41 pm
  • Updated:July 8, 2016 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য সারমেয়টি হারিয়ে গিয়েছিল তাঁর৷ হারিয়ে গিয়েছিল বললে হয়তো ঠিক বলা হবে না৷ তাঁর স্বামীই তাঁর পোষ্যটিকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন৷ আর তাই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা আমার আপনার পক্ষে কল্পনা করা বেশ কঠিন৷ পোষ্যর শোকে তামিলনাড়ুর শান্তি আত্মহত্যার চেষ্টা করলেন৷ গায়ে আগুন লাগিয়ে বেঁচে থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইলেন তিনি৷
আশঙ্কাজনক অবস্থায় নামাক্কাল জেলার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁর দেহের প্রায় ৮৫ শতাংশই আগুনে পুড়ে গিয়েছে৷
প্রতিবেশীরা জানিয়েছেন, কিছুদিন আগেই শান্তির পোষ্য সারমেয়টি একটি সন্তান প্রসব করেছিল৷ সারমেয় এবং তার বাচ্চাটি পরিবারে সমস্যার সৃষ্টি করছে এবং বাড়ি নোংরা করছে, এই অভিযোগেই সারমেয় এবং তার বাচ্চাটিকে বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসেন শান্তির স্বামী৷ পোষ্যর বাড়ি থেকে চলে যাওয়াই মেনে নিতে পারেননি শান্তি৷ এই বিচ্ছেদের শোকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি| তাঁর এই পশুপ্রেমে অবাক স্থানীয়রা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement