Advertisement
Advertisement

অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুমকি, দুই তোলাবাজ ধৃত

সিন্ডিকেট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি অভিযান৷

syndicate of complain against TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 3:01 pm
  • Updated:June 22, 2022 5:07 pm  

স্টাফ রিপোর্টার: তোলাবাজি, সিন্ডিকেট চক্রের পাল্লায় পড়ে কোনও মানুষের হয়রানি বরদাস্ত করা যাবে না৷ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজারহাট, নিউটাউন এলাকায় চলল পুলিশের বড় অভিযান৷ বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার হল একাধিক সিন্ডিকেটের পাঁচ মাথা ও সদস্য৷ বিমানবন্দর, নিউটাউন ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চারটি ঘটনায় অভিযুক্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে নিউ টাউনে এক প্রাক্তন বিচারপতিকে হুমকি দেওয়ার অভিযোগেও গ্রেফতার করা হয়েছে একটি সিন্ডিকেটের দুই সদস্যকে৷

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই নিউ টাউনে এক প্রাক্তন বিচারপতি বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তাঁর সঙ্গে সিন্ডিকেটের সদস্যদের গোলমাল বাধে৷ তাঁর বাড়ির কাছেই নির্মাণের কাঁচামাল বোঝাই একটি মালবাহী গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল৷ এর প্রতিবাদ জানালে তাঁর উপর হামলা চালায় বাইকে করে আসা সিন্ডিকেটের কয়েকজন মাথা৷ এমনকী, তাঁর নিরাপত্তারক্ষীকে মারধরও করা হয় বলে অভিযোগ৷ তিনি বিধাননগর কমিশনারেটের পদস্থ পুলিশকর্তাদের কাছে অভিযোগ জানান৷ এই ঘটনায় আগেই দু’জনকে গ্রেফতার করা হয়৷ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে আরিফ আলি ও নৌসাদ আলি নামে সিন্ডিকেটের দুই মাথাকে গ্রেফতার করা হয়৷ ওই দুই ধৃতই বিধাননগর এলাকার নবদিশা সিন্ডিকেটের দুই মাথা বলেই পরিচিত৷ তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদেরও সন্ধানে চলছে তল্লাশি৷

Advertisement

এয়ারপোর্ট থানা এলাকায় তোলাবাজির অভিযোগে দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাবু শীল নামে এক সিন্ডিকেটের মাথা ও দুষ্কৃতীকে৷ ওই এলাকায় গত কয়েক বছর ধরে একটি প্রোমোটিং সংস্থা বাড়ি তৈরি করছে৷ চার বছর ধরেই ওই সংস্থার কাছ থেকে তোলাবাজি চালাচ্ছে বাবু শীল ও বিট্টার সিন্ডিকেট৷ কিন্তু কুখ্যাত ওই দুষ্কৃতীদের ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি ওই প্রোমোটাররা৷ দু’দিন আগেও বাবু ও বিট্টা তার লোকজনকে নিয়ে এসে প্রোমোটারদের উপর চড়াও হয়৷ কর্মরত শ্রমিকদের মারধর করে বের করে দেওয়া হয়৷ প্রোমোটারদের কাছে তোলাবাজরা একটি ফ্ল্যাট দাবি করে৷ প্রোমোটাররা এতে নারাজ হলে তারা পাঁচ লক্ষ টাকা দাবি করে৷ কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সাহস বেড়ে যায় প্রোমোটিং সংস্থার কর্তাদের৷ তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ এর মধ্যেই রাজ্য সরকার সিন্ডিকেটের তোলাবাজির বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেয়৷ সোমবার রাতেই বাবু, বিট্টা ও তাদের সঙ্গীদের সন্ধানে শুরু হয় তল্লাশি৷ দমদম এলাকা থেকে ধরা পড়ে বাবু শীল৷ বিট্টা-সহ বাকিদের গ্রেফতার করারও চেষ্টা চলছে৷

বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় সেক্টর ফাইভ থেকেও পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়৷ একটি প্রোমোটিং সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, এলাকার সিন্ডিকেটের এক মাথা রমেশ মণ্ডল ও তার সঙ্গীদের প্রোমোটারদের কাছ থেকে কয়েক লাখ টাকা তোলা চাইছে৷ ওই প্রোমোটাররা প্রতিবাদ করলে তাঁদের নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়৷ ক্রমাগত তাঁদের ভয় দেখায় রমেশ ও তার লোকজনেরা৷ প্রোমোটাররা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ তল্লাশি চালিয়ে সোমবার রাতে রমেশ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে৷ তার লোকজনদেরও খোঁজা হচ্ছে৷ লেক টাউন এলাকায় রাতে পুলিশ অভিযান চালায়৷ বহুদিন ধরেই ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী মনোজ শর্মার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসছিল৷ সোমবার রাতে লেক টাউন থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে মনোজকে ধরে ফেলে৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র৷ সোমবারই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, সিন্ডিকেটের তোলাবাজি নিয়ে কোনও অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ যেন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement