Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ দখল করবে তৃণমূল, আত্মবিশ্বাসী শুভেন্দু

জোট না হলে মুর্শিদাবাদে তৃণমূল ১৫-১৬টি আসন পেত৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 8:55 am
  • Updated:July 4, 2016 8:55 am  

নিজস্ব সংবাদদাতা: আগামী পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের জেলা পরিষদ দখল করবে তৃণমূল৷ রবিবার জেলার জঙ্গিপুরে এক অনুষ্ঠানে এসে জোর গলায় এ কথা জানিয়ে দিলেন মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শীঘ্রই মুর্শিদাবাদ থেকে কলকাতা যাতায়াতের জন্য বেশ কয়েকটি এসি বাস দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ এছাড়া মুর্শিদাবাদে একটি নতুন টোল প্লাজা গড়ার কথাও ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী৷

ইদ উপলক্ষে বস্ত্র ও চাল দান কর্মসূচিতে এদিন জঙ্গিপুরে এসে মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক বলেন, “বিধানসভা নির্বাচনে এই জেলার মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, তাতে আগামী পঞ্চায়েত ভোটে নিশ্চিতভাবে জেলা পরিষদ আমরাই দখল করব৷’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করে তিনি বলেন, “মান্নান হোসেন আর সৌমিক হোসেনের সাংগঠনিক শক্তিকে ভয় পেয়ে অধীর সিপিএমের সঙ্গে জোট গড়েছিলেন৷ এই জোট না হলে মুর্শিদাবাদে তৃণমূল ১৫-১৬টি আসন পেত৷” গত পুর নির্বাচনে মুর্শিদাবাদে ধুলিয়ান ছাড়া অন্য কোনও পুরসভা তৃণমূল পায়নি৷ কিন্তু এই বিধানসভা নির্বাচনে সব পুরসভায় তৃণমূলের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু৷ সিপিএমের দখলে থাকা রঘুনাথগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন শুভেন্দু অধিকারীর হাত থেকে ঘাসফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন৷ এর ফলে এই পঞ্চায়েত তৃণমূলের হাতে এল৷

Advertisement

পরিবহণ ব্যবস্থায় মুর্শিদাবাদ অনেক পিছিয়ে৷ জেলার চার তৃণমূল বিধায়ক এ বিষয়ে পরিবহণ মন্ত্রীর কাছে খেদ জানিয়েছেন৷ সে কথা উল্লেখ করে এদিন শুভেন্দু জানান, সারা রাজ্যে ২৫৫টি নতুন বাস নামাচ্ছে পরিবহণ দফতর৷ এর মধ্যে এনবিএসটিসিকে দেওয়া হচ্ছে ৯০টি৷ মুর্শিদাবাদ থেকে কলকাতা আসা-যাওয়ার জন্য বেশ কয়েকটি এসি বাস দ্রুতই রাস্তায় নামছে৷ জাতীয় সড়কের একটা বড় অংশ মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়েছে৷ তাই এই জেলার গুরুত্ব রয়েছে বলে জানিয়ে শুভেন্দু বলেন, “এখানে বহু ট্রাকই ওভারলোডিং করে যাতায়াত করে৷ এই ওভারলোডিংয়ের উপর নজরদারি করতে জেলার পলসন্ডাতে একটি টোল প্লাজা খোলা হবে৷ এর ফলে বাড়তি রাজস্ব আদায় হবে৷” এ মাসের ১১ তারিখ ফের জেলায় এসে এ নিয়ে চূড়ান্ত বৈঠক করবেন বলে জানান পরিবহণ মন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement