Advertisement
Advertisement

Breaking News

ফের রেড রোডে ব্যারিকেড ভাঙল গাড়ি

ফেনসিংয়ে এসইউভি’র ধাক্কা উসকে দিল সাম্বিয়া-কাণ্ডের স্মৃতি৷

SUV Rams Into Independence Day Barricade In Kolkata's Red Road
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 9:56 am
  • Updated:August 15, 2016 9:56 am  

স্টাফ রিপোর্টার: সাম্বিয়া-কাণ্ডের স্মৃতি উসকে দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিনই নিয়ন্ত্রণহীন গাড়ি ভাঙল রোডের বাঁশের বেড়া ও কাঠামো৷ যদিও হতাহতের কোনও খবর মেলেনি৷ রবিবার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে৷ আটক করা হয় গাড়িটিকে৷

ধৃত চালকের নাম দিলীপকুমার রাজপুরোহিত(৩২)৷ হাওড়ার লিলুয়ার বাসিন্দা৷ এই ঘটনার পর অতিরিক্ত সতর্ক হয়েছে পুলিশ৷ স্বাধীনতা দিবসের সকালে রেড রোডের কাছাকাছি যেমন কোনও অযাচিত গাড়ি না চলে আসতে পারে, সেদিকে কড়া নজর রাখছে লালবাজার৷ রাত থেকেই বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এলাকা৷

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি৷ রেড রোড হয়ে যাওয়ার সময়ই আম্বেদকর মূর্তির কাছে উল্টোদিক থেকে একটি গাড়ি আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাড়িটি ধাক্কা দেয় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য তৈরি মূল মঞ্চের অদূরে রাস্তার পাশে বাঁশের কাঠামোয়৷ খবর পেয়েই ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেফতার করে৷ গত জানুয়ারি মাসে এই রেড রোডেই সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন সাম্বিয়া সোহরাবের অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা কর্মী অভিমন্যু গৌড়ের৷

সেই সাম্বিয়া-কাণ্ডের স্মৃতিই যেন উসকে দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিনই এই ঘটনা ঘটল৷যদিও হতাহতের কোনও খবর মেলেনি৷ তবে এদিনের এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement