Advertisement
Advertisement

ফিদায়েঁ হামলায় জার্মানিতে আহত ২০

এক সপ্তাহের ব্যবধানে দু'বার হামলা জার্মানিতে৷

Suspected Bomber Injures 12 Outside German Bar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 12:53 pm
  • Updated:July 25, 2016 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে মিউনিখে বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর ফের জঙ্গি নিশানায় জার্মানি৷ সোমবার জার্মানির অ্যান্সব্যাক শহরে একটি ওয়াইন বারের বাইরে ফিদায়েঁ বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ বিস্ফোরণে ওই জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন৷ স্কাই নিউজ সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, হামলাকারীর ব্যাগে ঠাসা ছিল বিস্ফোরক৷ একটি মিউজিক কনফারেন্সে বিস্ফোরণের ছক ছিল হামলাকারীর, মনে করছে পুলিশ৷ বিস্ফোরণের পর অনুষ্ঠান বাতিল করে পুলিশ৷

বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত৷ কিন্তু গত সপ্তাহেই মিউনিখে হামলার জেরে গোটা জার্মানি জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল৷ সম্ভবত সেই কারণেই বড় ধরনের নাশকতা রুখে দেওয়া গেল৷ বিস্ফোরণের পরই ঘটনাস্থল ঘিরে ফেলে প্রায় ৩৫০ জন পুলিশ ও সেনা৷ চলে চিরুনি তল্লাশি, আকাশপথে নজরদারি চালাতে ডাকা হয় হেলিকপ্টার৷ আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত খোঁজ চালায় নিরাপত্তারক্ষীরা৷ আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement