Advertisement
Advertisement

Breaking News

প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো নয়, নিদান সুপ্রিম কোর্টের

২-৩ মাসের মধ্যে বাংলো খালি করার নির্দেশও দেওয়া হয়েছে৷

Supreme Court‬  rules  No government bungalow for former chief ministers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2016 1:15 pm
  • Updated:August 1, 2016 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ ফুরোলে আর সরকারি বাংলোয় বাসের সুবিধা নয়৷ সোমবার এক রায়ে এমনটাই নিদান দিল দেশের সর্বোচ্চ আদালাত৷ ফলে মায়াবতী ও মুলায়ম সিং যাদবের মতো যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এখনও সরকারি সুবিধা ভোগ করছেন তাঁদের শিগগিরি ছাড়তে হবে বাংলো৷

উত্তরপ্রদেশের এক এনজিও ২০০৪ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলোয় বাসের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল৷ অভিযোগ ছিল, এলাহাবাদ কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশ সরকার ১৯৯৭ সালে প্রাক্তন মন্ত্রীদের জন্য আলাদা আইন তৈরি করে৷ ফলত এতদিন তাঁরা এই সুবিধা ভোগ করতে পারতেন৷ কিন্তু শুক্রবার বিচারপতি অনিল আর দেবের নেতৃত্বাধীন এক বেঞ্চ জানিয়ে দিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন এই সুবিধা ভোগ করার অধিকার নেই৷ যাঁরা এই সুবিধা এখনও ভোগ করছেন তাঁদের ২-৩ মাসের মধ্যে বাংলো খালি করার নির্দেশও দেওয়া হয়েছে৷

Advertisement

সর্বোচ্চ আদালতের এই রায়ে গোটা দেশের ভিভিআইপি-দের সুবিধা দেওয়ার ক্ষেত্রে বড় রদবদল ঘটল৷ শুধু উত্তরপ্রদেশ নয়, কোনও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীই এই রায়ের পর থেকে আর সরকারি বাংলোর সুবিধা নিতে পারবেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement