Advertisement
Advertisement

আত্মঘাতী হামলায় বাগদাদে নিহত ৪১

ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে৷

Suicide bomber kills at least 41 at Baghdad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 7:02 pm
  • Updated:October 15, 2016 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে আত্মঘাতী হামলা চালাল এক আইএস জঙ্গি৷ শনিবার এই হামলায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে, আহত ৩৫৷

পুলিশ সূত্রে খবর, এদিন আল শাব প্রদেশে একটি বাজারের কাছে শিবিরের আয়োজন করেন স্থানীয় শিয়া মুসলিমরা৷ তাঁদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এক ফিদায়েঁ জঙ্গি শিবিরে ঢুকে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অধিকাংশের৷ বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়৷ আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন৷ ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে বলে খবর রয়টার্স সূত্রে৷

Advertisement

পুলিশের অনুমান, ইরাকি সেনা ও পুলিশের যৌথ বাহিনী মসুল শহরকে জঙ্গিদের দখল থেকে ছাড়িয়ে আনতে ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল৷ সরকারি বাহিনীকে পাল্টা জবাব দিতেই এদিনের হামলা বলে মনে করছে পুলিশ৷ এখনও উত্তর ইরাকের মসুল শহরটি জঙ্গিদের কবলে রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement