Advertisement
Advertisement

আইআইটি স্নাতক হয়েও কেন ট্যাক্সি চালান আনন্দ?

কিসের কাহিনী? কেন এত লোক লাইক-শেয়ার করছে এই কাহিনী?

Story About IIT Grad, Now Bengaluru Cab Driver, Goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 4:37 pm
  • Updated:July 6, 2016 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসের ২ তারিখ থেকে ফেসবুকে ঘোরাফেরা করছে কাহিনীটা৷ সবমিলিয়ে প্রায় ৭২ হাজার লাইক ও ১০ হাজার শেয়ার৷ কিসের কাহিনী? কেন এত লোক লাইক-শেয়ার করছে এই কাহিনী? উত্তর মিলল বেঙ্গালুরুর জনৈক শ্রীকান্ত সিংয়ের লেখা আনন্দ নামে এক ট্যাক্সি চালকের কাহিনীতে৷ বেঙ্গালুরুর রাস্তায় উবের-এর ট্যাক্সি চালান আনন্দ৷ শিক্ষাগত যোগ্যতায় আইআইটির স্নাতক৷ দীর্ঘদিন বিদেশে কাজ করেছেন সব ফেলে মাটির টানে ফিরে এসেছিলেন দেশে৷

এখন তাঁর সম্পত্তি বলতে ৫০টি ট্যাক্সি, যা উবের-এর জন্যই খাটে এবং গুটি কয়েক ওয়াইন ফার্ম৷ এরপরেও নিজে কেন ট্যাক্সি চালান তিনি? এই প্রশ্নই শ্রীকান্ত করেছিলেন আনন্দকে৷ আনন্দের উত্তর শুনে থ হয়ে যান তিনি৷

Advertisement

শ্রীকান্তের প্রশ্নের উত্তরে আনন্দ জানান, ক’দিন আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর গাড়ির চালক৷ মৃত চালকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু, আত্মসম্মানী পরিবার তা নিতে অস্বীকার করে৷ সেই কারণেই তিনি ঠিক করেছেন, রোজ গাড়ি চালাবেন আর ভাড়া বাবদ যা টাকা উঠবে তা মৃত চালকের পরিবারের হাতে তুলে দেবেন৷

IIT-Cab-Driver

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement