Advertisement
Advertisement

বিদ্যুৎস্পৃষ্ট রিও অলিম্পিকের ট্র্যাক

১০০ মিটার দৌড়ে সোনা জিতে রেকর্ড অক্ষুন্ন উসেইন বোল্টের৷

Still World’s Fastest Man is Usain Bolt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 10:53 am
  • Updated:August 15, 2016 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও এবার কিংবদন্তিদেরই৷ একদিকে জলের সাম্রাজ্যে ২৩ তম সোনা জেতার রেকর্ড গড়ে পুলকে বিদায় জানালেন মাইকেল ফেল্পস৷ অন্যদিকে বিশ্বের দ্রুততম পুরুষ হিসেবে নিজের প্রতিষ্ঠাকে অক্ষুন্ন রাখলেন উসেইন বোল্ট৷

চোট থেকে ফিরেই অলিম্পিকের প্রথম ইভেন্টেই মরসুমের সেরা পারফরম্যান্স করলেন জামাইকান অ্যাথলিট৷ ১০০ মিটার দৌড়ে ফের সোনা জিতলেন সুপারস্টার স্প্রিন্টার৷ বিদ্যুতের বেগে দৌড় শেষ করেলেন মাত্র ৯.৮১ সেকেন্ডে৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকার জাস্টিন গ্যাটলিন। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড৷

Advertisement

২০০৮-এর বেজিং অলিম্পিক থেকেই অপ্রতিরোধ্য জামাইকান অ্যাথলিট৷ সেবারে ১০০ মিটারের দৌড় শেষ করেছিলেন ৯.৬৯ সেকেন্ডে৷ লন্ডনেও সোনা জিতেছিলেন মাত্র ৯.৬৩ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে৷ তবে এবারে চোট সমস্যায় জর্জরিত বোল্টের কাছে রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বেশি৷ জয়ের পর সুপারস্টার স্প্রিন্টার জানান, “ভেবেছিলাম আরও জোরে দৌড়তে পারব৷ তবে সোনা জয় করতে পেরে আমি খুব খুশি৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement