Advertisement
Advertisement

জ্ঞানের আলোর সঙ্গে সরকারি স্কুলে এবার সৌরবিদ্যুতের আলো!

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই এক বছরে মোট এক হাজারটি স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে৷”

State's Government Schools To Get Solar Power Electricity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 9:42 am
  • Updated:June 23, 2022 6:49 pm  

স্টাফ রিপোর্টার: মোট এক হাজারটি সরকারি স্কুলে সৌরবিদ্যুৎ চালু করতে পরিকল্পনা নিয়েছে রাজ্য৷ সেই মতো কাজও শুরু হয়েছে৷ দ্রুত প্রত্যেকটি স্কুলে সৌরবিদ্যুতের সাহায্যে আলো জ্বালানোর পরিকল্পনা বাস্তবায়নের মুখে৷ এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে৷ স্কুল দফতরকে সঙ্গে নিয়ে সৌরবিদ্যুতের সফল রূপায়ণ করতে চায় বিদ্যুৎ দফতর৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আলোশ্রী’ কার্যকর করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে বিদ্যুৎ দফতর৷ ‘আলোশ্রী’-তে সব সরকারি অফিসে চাহিদা মেটাতে সোলার প্যানেলের ব্যবস্থা করা হচ্ছে৷ বুধবার এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷
বৃহস্পতিবার উত্তর কলকাতার কুমার আশুতোষ ইনস্টিটিউশন ও সিআইটি গভর্নমেন্ট গার্লস স্কুলে এই প্রকল্প চালু হয়েছে৷ উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ দু’দিন আগেই সাউথ সুবার্বন মেইন স্কুলেও প্রকল্প চালু হয়েছে৷ সপ্তাহখানেক আগে উদ্বোধন হয়েছে উত্তর ২৪ পরগনার একটি স্কুলে৷ প্রতিটি স্কুলে দশ কিলো ওয়াট আওয়ারের ক্ষমতা থাকছে৷ প্রতি স্কুলে খরচ পড়ছে প্রায় আট লক্ষ টাকা৷ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই এক বছরে মোট এক হাজারটি স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে৷” এখনই সব মিলিয়ে ৩১০টির মতো স্কুলে সফলভাবে প্রকল্প চালু হয়েছে৷
আপাতত বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি দফতরই খরচ করে স্কুলে স্কুলে এই ব্যবস্থা চালু করছে৷ ‘অন-গ্রিড’ ব্যবস্থায় বাড়তি বিদ্যুৎ সরবরাহ লাইনে যুক্ত করে বিক্রি করা যাবে, তেমনই ‘অফ গ্রিডে’ প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা হবে৷ দুই ক্ষেত্রেই মিটারে খরচ কমবে৷ বিধায়কেরা যেমন সুপারিশ করছেন, তেমনই পরিকাঠামো বুঝে ব্যবস্থা নিচ্ছে বিদ্যুৎ দফতরও৷ বিদ্যুৎমন্ত্রী বলেছেন, “ওয়েবরেডা-কে আরও আধুনিক করে তোলা হচ্ছে৷ সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement