Advertisement
Advertisement

মোদির গড়ে শক্তি প্রদর্শন সোনিয়ার, বাধ সাধল জ্বর

বড় ইনিংস গড়ার মাঝপথে রান আউটে ছন্দপতনের মতোই, ভরামিছিল ছেড়ে মাঝপথে ফিরতে হল সোনিয়াকে৷

Sonia Gandhi Has High Fever, leaves  Varanasi roadshow midway
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 8:54 pm
  • Updated:August 2, 2016 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেই প্রধান বিরোধী দলের সভানেত্রীর মিছিল৷ দেশের রাজনৈতিক পরিবেশে এ ছিল একেবারে হাই ভোল্টেজ ম্যাচের মতো৷ ঝোড়ো ইনিংস খেলছিলেন সোনিয়া স্বয়ং৷ হাজারো সমর্থকের ভিড়ে কংগ্রেস যে জনসমর্থন দেখা যাচ্ছিল তাতে রীতিমতো কপালে ভাঁজ পড়ছিল বিজেপি নেতৃত্বের৷ কিন্তু বাধ সাধল জ্বর৷ বড় ইনিংস গড়ার মাঝপথে রান আউটে ছন্দপতনের মতোই, ভরামিছিল ছেড়ে মাঝপথে ফিরতে হল সোনিয়াকে৷

সাম্প্রতিক দলিত নিগ্রহের ঘটনায় এমনিতেই কোণঠাসা ছিল বিজেপি৷ একই ইস্যুতে নিজেদের হারানো জনসমর্থন অনেকটাই ফেরাতে সক্ষম হয়েছে কংগ্রেস৷ এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে কং-সভানেত্রী প্রচার শুরুর জায়গা হিসেবে মোদির কেন্দ্রকেই বেছে নিয়েছিলেন৷ রাজনৈতিক শক্তিপরীক্ষার এ মিছিলের গুরুত্ব এতখানি যে সোমবারই বারাণসী পৌঁছেছিলেন সোনিয়া গান্ধী৷ মঙ্গলবারের এই রোড শো কং-সভানেত্রী শুরুই করেন সার্কিট হাউসে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে৷ শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে তুলে রাখা বার্তাটিও স্পষ্ট৷ এরপরই মিছিলে দেখা যায় ব্যাপক জনসমর্থন৷ মানুষের সামিল হওয়ার বহর দেখে উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে থাকা রাজ বব্বর তো বলেই দিয়েছেন, ‘’উত্তরপ্রদেশে  আমাদের একটি মিরাকলের দরকার৷ আগেও তা হয়েছে, এবারও তা হবে আশা করি৷’’ সেই মিরাকল যে হতেই চলেছে এদিনের জনসমর্থনে সে ইঙ্গিত ছিল৷ প্রথমে ঘেরাটোপে থাকলেও সোনিয়াজিও পরে বাইরে বেরিয়ে আসেন, মানুষের অভিনন্দন গ্রহণ করেন৷

Advertisement

কিন্তু মধুরেণ সমাপয়েত হওয়ার আগেই বাধ সাধল জ্বর৷ মাঝপথেই তাই তাঁকে ফিরতে হয়৷টুইট করে সোনিয়াজির শারীরিক সুস্থতা কামনা করেছেন মোদি৷ তবে এদিন কংগ্রেসের শক্তিবৃদ্ধির যে নমুনা দেখা গেল তা যে বিজেপি নেতৃত্বের কাছে অশনি সংকেত, তা বলাই বাহুল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement