Advertisement
Advertisement

সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল

নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে রোড শো করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন ৬৯ বছরের সোনিয়া৷

Sonia Gandhi admitted to Sir Ganga Ram Hospital under care of Dr.Arup Basu & team from Dept of Pulmonology
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 4:33 pm
  • Updated:August 3, 2016 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, জানাল কংগ্রেস৷ বুধবার দলীয় সূত্রে জানানো হয়েছে, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে সোনিয়া গান্ধীকে শ্রী গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ডাক্তার অরূপ বসু ও তাঁর মেডিক্যাল টিমের অধীনে ডিপার্টমেন্ট অফ পালমোনলজিতে ভর্তি রয়েছেন কংগ্রেস সভানেত্রী৷

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর ডিহাইড্রেশনে ভুগলেও তিনি বর্তমানে স্থিতিশীল৷ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, কংগ্রেস সুপ্রিমোর জ্বর কমেছে৷ মঙ্গলবার উত্তরপ্রদেশে জ্বর নিয়েই ভোটপ্রচার শুরু করেন সোনিয়া গান্ধী৷ নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে রোড শো করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন ৬৯ বছরের সোনিয়া৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জানিয়েছেন, বারাণসীতে প্রচার চলাকালীন বারবার এসি ঘরে ঢোকা ও বেরোনোর জন্যই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement