Advertisement
Advertisement

Breaking News

সিন্ধু-সাক্ষীর আগে পি টি ঊষার বায়োপিক চান সোনম

এমনটাই মনে করেন বলি ডিভা৷

Sonam Kapoor Feels That A Biopic Should Be Made On PT Usha first
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 5:25 pm
  • Updated:August 24, 2016 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক শেষ৷ কিন্তু তিন কন্যার শুভেচ্ছার রেশ এখনও চলছে৷ শুভেচ্ছার এই স্রোতে গা ভাসিয়েছে গোটা দেশ৷ পিছিয়ে নেই পরিচালককুলও৷ ইতিমধ্যেই রূপো জয়ী সিন্ধুর কোচ গোপীচাঁদকে নিয়ে সিনেমা তৈরি কথা চাউর হয়ে গিয়েছে৷

সিন্ধু-সাক্ষী-দীপাদের কাহিনী সেলুলয়েড আসা সময়ের অপেক্ষামাত্র৷ তবে, এঁদের আগে বড়পর্দায় আসা উচিত পি টি ঊষার কাহিনী, এমনটাই মনে করেন সোনম কাপুর৷ এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনম জানান, ইতিমধ্যেই ‘নীরজা’র কাহিনী দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি৷ আরও একটি ইন্সপায়ারিং কাহিনী তুলে ধরতে কোনও আপত্তি নেই তাঁর৷ আর সেই কাহিনী যদি পায়োলি এক্সপ্রেসের হয়, তাহলে তা আরও ইন্টারেস্টিং হবে৷

Advertisement

তবে, নিজের এই মন্তব্যে সিন্ধু-দীপা-সাক্ষীদের সাফল্যকে মোটেও খাটো করে দেখাতে চাননি অনিলকন্যা৷ তাঁর মধ্যে খেলা ও বিনোদন ওতপ্রোতভাবে জড়িত৷ দুই পেশাকেই সমানভাবে উৎসাহ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement