নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ৪০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ-সহ আন্তর্জাতিক পাচারচক্রের চারজনকে গ্রেফতার করল বন দফতর৷ টানা দু’দিন অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে পাচারকারীদের গ্রেফতার করেন বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীরা৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাপের বিষভর্তি পাঁচটি বুলেটপ্রুফ বেলজিয়াম জার৷ আটক করা হয়েছে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ৷
ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর এবং একজন মালদহের৷ তদন্তকারীদের দাবি, ফ্রান্সে জারবন্দি এই বিষের আন্তর্জাতিক চোরাচালান বাজারে মূল্য কম করে ৪০০ কোটি টাকা৷ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসা এই বিষ ৪০ কোটি টাকা নগদ মূল্য পেলেই বিক্রি করে দিতে রাজি ছিল পাচারকারীরা৷ সেই লোভেই পা দিয়ে গ্রেফতার হয় সকলে৷ এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃত চারজনকে ২৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন৷
কয়েকদিন আগেই পুলিশের কাছে খবর আসে, ফ্রান্স থেকে চুরি যাওয়া বেশ কয়েক পাত্র কোবরা সাপের বিষ বাংলাদেশ সীমান্ত পার হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে৷ প্রথমে দক্ষিণ দিনাজপুর এরপর মালদহ হয়ে বিষ পাত্র চলে যায় কলকাতায়৷ বারাকপুর এলাকা থেকে উদ্ধার হয় বেলজিয়াম জারবন্দি দু’পাত্র সাপের বিষ৷ মালদহের চাঁচোলের অমল নুবিয়া, গঙ্গারামপুরের সঞ্জয়কুমার দাস, কুমারগঞ্জের বিপুল রায় এবং বালুরঘাটের পিণ্টু বন্দ্যোপাধ্যায় নামে চার ব্যক্তির কাছে আরও পাঁচ পাত্র বিষ রয়েছে৷ যা বিক্রির উদ্দেশ্যে কলকাতার সল্টলেক, পার্কস্ট্রিট এলাকায় ঘোরাফেরা করেছে এরা৷ কিন্তু সঠিক দাম না পেয়ে উত্তরবঙ্গে ফিরে আসছে৷ নেপালের বেশ কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা হয়ে গিয়েছে এদের৷
এই খবর আসার পরই নিজেদের মতো করে জাল বিস্তার করেন বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীরা৷ প্রথমে ক্রেতা সেজে চারজনের সঙ্গে যোগাযোগ করেন তারা৷ কথা হয় ৪০ কোটি টাকা নগদ হাতে দিলেই পাঁচ পাত্র বিষ পাওয়া যাবে৷ সেই মতো ফুলবাড়ি এলাকায় ক্রেতা সেজে উপস্থিত হন বনকর্মীরা৷ বমাল চলে আসে চার পাচারকারী৷
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই এই চক্রের বেশ কয়েকজন বড় মাথার নাম পরিচয়ও জানাতে পেরেছেন বনকর্মীরা৷ দেশে-বিদেশে ছড়িয়ে থাকা চক্রের পান্ডাদের ধরতে সিআইডির পাশাপাশি ওয়াইল্ড লাইফ ক্রাইম কণ্ট্রোল ব্যুরোর সাহায্য নেওয়া হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.