Advertisement
Advertisement

Breaking News

কফি নিতে লাইনে ‘আম আদমি’ স্মৃতি, তাজ্জব নেট-দুনিয়া!

কফির লাইনে এক দাঁড়িয়ে স্মৃতি ইরানি৷ নেটদুনিয়া জুড়ে ছড়িয়ে পড়া ছবি বলছে সে কথা৷ আর তা নিয়েই পড়েছে শোরগোল৷

Smriti Irani Standing In a Queue  To Get Her Coffee became viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 7:29 pm
  • Updated:August 6, 2016 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জনপ্রিয় অভিনেত্রী৷ সে পরিচয় ছাপিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে৷ নাহয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক তাঁর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে৷ নাহয় অনেক কম গুরুত্বপূর্ণ বস্ত্রমন্ত্রকে পাঠিয়ে দেওযা হয়েছে তাঁকে৷ কিন্তু তাই বলে কফির লাইনে এক দাঁড়িয়ে স্মৃতি ইরানি৷  নেটদুনিয়া জুড়ে ছড়িয়ে পড়া ছবি বলছে সে কথা৷ আর তা নিয়েই পড়েছে শোরগোল৷

বরাবরই তিনি জনতার আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ যখন ‘তুলসী’ হয়ে ছোটপর্দায় দিনের পর দিন ভারতীয় ড্রয়িংরুমে ছিল তাঁর আনাগোণা, সেদিনও ভারতীয় গৃহবধূর প্রোটোটাইপ চরিত্রটিকে সকলে ভালবাসেছিলেন৷ তারপর যেদিন অভিনেত্রীর গ্ল্যামার ফেলে রাজনীতির অন্দরে প্রবেশ করলেন, সেদিন থেকে নয়া ভূমিকাতেও তিনি সমান জনপ্রিয়৷ বহু অভিনেত্রীই রাজনীতিতে এসেছেন, কিন্তু সকলেই স্মৃতি ইরানির মতো আলোচিত হয়ে ওঠেননি৷ সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সক্রিয় ছিলেন তিনি৷ নানা ইস্যুতে ছিলেন সরবও৷ নিন্দুকেরা বলছে, সরব হওয়াই কাল হল তাঁর৷ এত বেশি কথা বলা সহ্য হয়নি সঙ্ঘ পরিবারের৷ আর তাই শেষমেশ মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে সরতে হয়েছে বস্ত্রমন্ত্রকে৷ তাতেও থেমে থাকেনি নেট-দুনিয়া৷ এক নারীর হাত থেকে বই কেড়ে নিয়ে সেলাই মেশিন ধরিয়ে দেওয়া হল বলে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা৷ এহেন জনপ্রিয় স্মৃতিকে কফির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে তাজ্জব নেটদুনিয়া৷

Advertisement

নিমিশ দুবে নামে এক ব্যক্তি স্মৃতির এ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সেইসঙ্গে জানিয়েছেন স্টারবাকের এই আউটলেটে প্রায়শই আসেন স্মৃতি, নাহ সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী নেই৷ মন্ত্রী বা অভিনেত্রী বলে বাড়তি কোনও সুযোগও নিতে চান না৷ নিজের মতো করে কফির অর্ডার দেন৷ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন৷ নিজেই গিয়ে নিজের কফি নিয়ে আসেন৷ বিশ্বাস বা না হোক, ইনিই মন্ত্রী স্মৃতি ইরানি৷

আসলে ভারতে মন্ত্রীরা নিজেদের যতই জনসেবক বলুন না কেন, হাবেভাবে তা মোটও দেখা যায় না৷ বরং মন্ত্রীদের মর্জি বুঝে চলতে হয় জনতাকেই৷ মন্ত্রীর গাড়ি গেলে সব ব্যস্ততা মাথায় তুলে পথ ছেড়ে দিতে পথচারীদের৷ কোথাও মন্ত্রী এলে  বাকি সাধারণ জনগণকে যেন ধর্তব্যের মধ্যেই ধরা হয় না৷ এই যখন পরিস্থিতি তখন মন্ত্রী স্মৃতির এ ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী৷ গড়পড়তা ছবির বিপ্রতীপে ফুটে ওঠা এ ছবি তাই চমকে দিয়েছে নেটদুনিয়াকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement