Advertisement
Advertisement

ক্যাবিনেট কমিটিতে ঠাঁই নেই স্মৃতির

স্মৃতি ইরানি সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে (সিসিপিএ) ছিলেন৷ কিন্তু এবার রদবদলে সেই কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ সেই জায়গায় এসেছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রকে সদ্য দায়িত্বে আসা প্রকাশ জাওড়েকর৷

smriti irani is out of cabinet committee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 9:36 am
  • Updated:July 17, 2016 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকস্মিকভাবে কেন্দ্রের ছয় ক্যাবিনেট কমিটির কোনওটিতেই ঠাঁই হল না বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির৷ শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছয় ক্যাবিনেট কমিটির রদবদল করেন৷ সেই ছয় কমিটির কোনওটিতেই নাম নেই সদ্য-প্রাক্তন স্মৃতির৷ অথচ সেখানে অনেক ‘জুনিয়র’ মন্ত্রীকেই জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷

স্মৃতি ইরানি সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে (সিসিপিএ) ছিলেন৷ কিন্তু এবার রদবদলে সেই কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ সেই জায়গায় এসেছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রকে সদ্য দায়িত্বে আসা প্রকাশ জাওড়েকর৷ ক’দিন আগেই স্মৃতিকে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক থেকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় জাওড়েকরকে৷ সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে যুক্ত হয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমারও৷ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী মোক্তার আব্বাস নাকভিকেও এই কমিটিতে জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷

Advertisement

সংসদের অধিবেশন চলার সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এই ক্যাবিনেট কমিটিতে থাকছেন সংসদীয় বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী এস এস আলুওয়ালিয়া, আইনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরি৷ এনডিএ শরিক দলগুলি থেকে একমাত্র রামবিলাস পাসোয়ানই নতুন জায়গা পেয়েছেন এই কমিটিতে৷ তবে সিসিপিএ-র নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এবং নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে কোনও রদবদল হয়নি৷

রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে এতদিন এগারোজন সদস্য ছিল৷ এবার তা বাড়িয়ে ১৪ করা হয়েছে৷ কমিটির নতুন সদস্যরা হলেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ, সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা৷ এনডিএ শরিক শিবসেনার অনন্ত গিতি, টিডিপি-র অশোক গজপতি রাজু, এলজেপি-র রামবিলাস পাসোয়ান এবং অকালি দলের হরসিমরত কাউর সিসিপিএ-র সদস্য৷ অর্থনৈতিক বিষয় ক্যাবিনেট কমিটিতে নয়া সংযোজন রেলমন্ত্রী সুরেশ প্রভু, সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার৷ সিসিপিএ-তে বিশেষ আমন্ত্রিত সদস্যরা হলেন, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিদ্যুত্মন্ত্রী পীযূষ গোয়েল, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement