সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের চিকিৎসায় বিপ্লব! চশমা থেকে মুক্তি দেবে স্মাইল প্রো রিফ্রেকটিভ পদ্ধতি (SMILE PRO Refractive Procedure)। এটি একটি অত্যাধুনিক এবং বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি। যার দ্বারা চোখের দৃষ্টির সংশোধন হয়। সাধারণত চোখের অপটিক্যাল ত্রুটি বা Refractive error, যেমন মাইনাস বা প্লাস পাওয়ার, বা বিষম দৃষ্টি অর্থাৎ cylindrical power নামক দৃষ্টির সমস্যার সমাধান করার জন্য এই পদ্ধতিটি ব্যবহৃত হয়। যারা দীর্ঘদিন ধরে চশমা পরে থাকেন তাঁদের জন্য SMILE PRO রিফ্রাক্টিভ পদ্ধতি LASIK পদ্ধতির তুলনায় আরও উন্নত এবং নিরাপদ।
SMILE PRO Refractive Procedure কী?
SMILE PRO (Small Incision Lenticule Extraction) Refractive Procedure একটি সর্বাধুনিক লেজার প্রযুক্তির সাহায্যে চোখের দৃষ্টিশক্তি সংশোধনের প্রক্রিয়া। এই পদ্ধতিতে লেজার ব্যবহার করে চোখের কর্নিয়ার (cornea) আকার পরিবর্তন করা হয়। যার ফলে আপনার চোখের দৃষ্টি উন্নত হয়। স্মাইল পদ্ধতিতে খুব ছোট একটি জায়গা চেরা হয় এবং তার ভিতর দিয়ে চোখের কর্নিয়াতে ‘লেন্টিকুল’ নামক একটি ছোট টুকরা সরানো হয়। এই প্রক্রিয়াটি দ্রুত, নিরাপদ এবং কার্যকর।
তাহলে SMILE PRO কি?
SMILE পদ্ধতিতে চিকিৎসার জন্য সর্বাধিক প্রযুক্তিগত ভাবে উন্নত মেশিনেটির নাম Visumax 800 যার দ্বারা SMILE PRO করা হয়। সমগ্র পূর্ব ভারতে এই মেশিন একটিই আছে।
এর আগের জেনারেশনের মেশিনটি ছিল Visumax 500, এর তুলনায় Visumax 800 অনেক দ্রুতগতিতে এই চিকিৎসা সম্পন্ন করতে সাহায্য করে। যা রোগীদের কাছে অনেক বেশি নিরাপদ এবং গ্রহণযোগ্য।
SMILE PRO Refractive Procedure এর সুবিধাগুলি হল:
১. দ্রুত এবং ব্যথাহীন প্রক্রিয়া
SMILE PRO পদ্ধতিটি টপিকাল অ্যানেস্থেসিয়ার সাহায্যে অত্যন্ত কম সময়ে সম্পন্ন হয়। এতে ব্যথা বা অস্বস্তি প্রায় হয় না বললেই চলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যায়।
২. চোখের কর্নিয়া মাত্র ৩ মিলিমিটার চেরা হয়
অন্যান্য লেজার দৃষ্টি সংশোধন পদ্ধতিগুলোর তুলনায় SMILE PRO প্রক্রিয়াতে চোখের কর্নিয়ায় কাটাকাটি অনেক কম হয়। যার ফলে রোগী অনেক দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই পদ্ধতিতে খুবই কম ঝুঁকি থাকে। এতে Dry eye এর সমস্যা হয় না।
৩. দৃষ্টিশক্তির উন্নতি
এই পদ্ধতি চোখের রিফ্র্যাকটিভ ত্রুটিগুলি যেমন মাইনাস, প্লাস এবং অ্যাস্টিগমাটিজমের সমস্যা সমাধান করতে সাহায্য করে। ফলে পরবর্তীকালে চশমা বা কনট্যাক্ট লেন্সের প্রয়োজনীয়তা কমে যায়।
৪. নিরাপদ এবং সুরক্ষিত
SMILE PRO প্রক্রিয়াটি একদম নিরাপদ এবং প্রমাণিত একটি পদ্ধতি। এতে চোখের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পদ্ধতি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে প্রমাণিত হয়েছে। দৃষ্টিশক্তির উন্নতির জন্য এটি বিশ্বজুড়ে প্রশংসিত।
৫. সহজ পদ্ধতিতে দ্রুত আরোগ্য
SMILE PRO পদ্ধতি সম্পন্ন হওয়ার পর রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সাধারণ কাজকর্ম করতে সক্ষম হন। সাধারণত কয়েক দিনের মধ্যে চোখের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে আসে।
SMILE PRO Refractive Procedure কিভাবে হয়?
প্রথমত, দিশা চক্ষু হাসপাতালে একজন দক্ষ refractive surgeon আপনার চোখের সমস্ত রকম পরীক্ষা করে এই অপারেশনের উপযুক্ততা মূল্যায়ন করবেন। এরপর লেজার ব্যবহার করে আপনার কর্নিয়াতে খুব ছোট্ট করে চেরা হয়। সেই চেরা অংশের ভিতর দিয়ে ওই একই লেজারের সাহায্যে তৈরি করে লেন্টিকিউল নামক একটি অংশ বের করে আনা হয়। যা চোখের power সংশোধন করতে সাহায্য করে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে আসে। চশমা বা কনট্যাক্ট লেন্সের প্রয়োজনীয়তাও কমে যায়। চোখে যে অপারেশন হয়েছে তা বোঝার কোনও উপায় থাকে না পরদিন থেকেই।
SMILE PRO Refractive Procedure এর উপকারিতা:
১. চশমা এবং কন্টাক্ট লেন্সের থেকে মুক্তি
যাঁরা দীর্ঘদিন ধরে চশমা বা কনট্যাক্ট লেন্স ব্যবহার করে আসছেন, তাঁদের জন্য এটি একটি মুক্তির উপায়। SMILE PRO পদ্ধতির মাধ্যমে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার হওয়ার ফলে তাঁরা সম্পুর্ণ রূপে চশমা থেকে মুক্তি পেতে পারেন।
২. কোনও বড় অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
এই প্রক্রিয়া কর্নিয়ায় শুধুমাত্র একটি ছোট অংশ চিরে করা হয়। তাই এর ফলে বড় ধরনের অস্ত্রোপচার বা জটিলতা সৃষ্টি হয় না। এটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকর একটা অপারেশন।
৩. এতে চোখের জল শুকিয়ে যাওয়া বা dry eye এর সমস্যা হয় না।
কর্নিয়ার পৃষ্ঠে সামান্য মাত্রায় কাটা হয় বলে ড্রাই আই-এর সম্ভাবনা কার্যত নেই। যাঁরা কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করেন, বিশেষত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, তাঁদের মধ্যে অনেকেই dry eye-এর সমস্যায় ভোগেন। Lasik করলে dry eye অবশ্যম্ভাবী। SMILE PRO তাঁদের জন্য একটি আদর্শ প্রক্রিয়া। কারণ এতে dry eye-এর সমস্যা নেই।
কাদের জন্য SMILE PRO Refractive Procedure উপযুক্ত?
-যাঁদের বয়স ১৮ বছর অতিক্রান্ত হয়েছে এবং চোখের পাওয়ার এক জায়গায় দাঁড়িয়ে আছে।
-যাঁরা দীর্ঘদিন ধরে মাইনাস বা প্লাস পাওয়ারে ভুগছেন।
-যাঁরা চোখে অ্যাস্টিগমাটিজমের সমস্যায় আক্রান্ত।
-যাঁরা চশমা বা কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে চান না।
-যাঁদের চোখের স্বাস্থ্য ভালো এবং প্রাথমিক পরীক্ষায় এই প্রক্রিয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।
উপসংহার
SMILE PRO Refractive Procedure একটি অত্যন্ত আধুনিক পদ্ধতি যা চোখের দৃষ্টিশক্তি সংশোধনে নতুন দিগন্ত উন্মুক্ত করেছে। দ্রুততা, নিরাপত্তা এবং কার্যকারিতার কারণে এটি এখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় refractive procedure হয়ে উঠেছে। যাঁরা চশমা বা কনট্যাক্ট লেন্সের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এটি একটি কার্যকরী সমাধান। তবে, এই পদ্ধতি গ্রহণের আগে দিশার একজন অভিজ্ঞ refractive surgeon-এর পরামর্শ নিয়ে এগনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও বেশি জানতে হলে চলে আসুন দিশা হাসপাতালের নিউ টাউন Refractive Surgery বিভাগে।
দিশা চক্ষু হাসপাতাল, নিউ টাউন
Appointment: 033 6636 00000
দিশা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অয়ন মহন্তের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন।
Sponsored Content:
(বিজ্ঞাপনী প্রতিবেদন। দাবি, মতামত লেখক/সংস্থার ব্যক্তিগত। প্রতিবেদনে তথ্যের নির্ভুলতা, সম্পূর্ণতা, উপযুক্ততা বা বৈধতার জন্য সংবাদ প্রতিদিন দায়বদ্ধ নয়।)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.