Advertisement
Advertisement

নির্ভুল বানান বলে সাড়ে ছয় লক্ষ টাকা সিওনার

রুটজার্স বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশীয় স্পেলিং বি ২০১৬– প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১০ হাজার ডলার পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী৷

Siyona MIshra gets Rs. 6.5 lakh by uttering right spelling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 11:33 am
  • Updated:August 16, 2016 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১২ বছর বয়সেই ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিল সিওনা মিশ্র৷ আমেরিকার অরল্যান্ডোর বাসিন্দা হলেও সিওনা আদতে ভারতীয় বংশোদ্ভূত৷ রুটজার্স বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশীয় স্পেলিং বি ২০১৬– প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১০ হাজার ডলার পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী৷ সিওনার পুরস্কার মূল্যের অর্থ ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ৬৭ হাজার ৪৫০ টাকা৷ অরল্যান্ডো সায়েন্স মিডল স্কুলের ছাত্রী সিওনা৷ ছোট হলেও গত চার বছর ধরে সে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আসছে৷ তবে এবার একেবারে চাম্পিয়নের মুকুট উঠেছে সিওনার মাথায়৷ যদিও সহজে এই জয় আসেনি৷

স্কুলের ক্লাসে সিওনা বরাবরই ভাল ছাত্রী হিসাবে পরিচিত৷ বিজ্ঞান ছাড়া ইংরেজি তার অন্যতম পছন্দের বিষয়৷ বিভিন্ন বড় বড় শব্দের বানান ও মানের নির্ভুল উত্তর দিয়ে বরাবরই সে ক্লাসের সকলের নজর কাড়ে৷ এ জন্য স্কুলের সব শিক্ষক-শিক্ষিকার কাছেও সিওনা খুবই জনপ্রিয়৷ মেয়ের এই দক্ষতার কথা জানতে পেরে তার মা-বাবা সিওনাকে ওই বানান প্রতিযোগিতায় নিয়ে যান৷ প্রথম তিন বছর অল্পের জন্য প্রথম স্থান অধিকার করতে না পারলেও এবার আর সিওনা নিরাশ করেনি তার মা-বাবা ও শিক্ষক শিক্ষিকাদের৷ চলতি বছরের প্রতিযোগিতায় প্রথম স্থানটি অনায়াসেই ছিনিয়ে নিয়েছে সিওনা৷ সিওনা জানিয়েছে, এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে৷ প্রস্তুতি হিসাবে সে প্রতিদিন নিয়ম করে এক থেকে দু’ঘণ্টা বিভিন্ন শব্দের বানান ও অর্থ মুখস্থ করেছে৷ মায়ের সামনে বসে লিখেছে একের পর এক বানান৷ বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মায়ের কাছেই চলেছে নিবিড় অনুশীলন৷ মা তাকে একের পর এক বানান জিজ্ঞাসা করে চলেছেন আর নির্ভুল উত্তর দিয়ে চলেছে সিওনা৷ শেষ পর্যন্ত হাজারেরও বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে শেষ হাসি হেসেছে সিওনা৷ যদিও ভবিষ্যতে লেখক হওয়ার কোনও স্বপ্ন নেই তার৷ সিওনা জানিয়েছে, বড় হয়ে সে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গবেষণা করতে চায়৷ ক্যানসারের মতো জটিল রোগের ওষুধ আবিষ্কারই তার স্বপ্ন৷ এ জন্য এখন থেকেই সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালাচ্ছে৷ সিওনার মা-বাবাও তাকে এই স্বপ্ন দেখার সাহস জুগিয়ে চলেছেন৷ পড়াশোনা ছাড়া ছবি আঁকতে ভালবাসে সিওনা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement